ময়না তদন্তের পর প্রত্যুষার সিঁথিতে সিঁদুর জ্বলজ্বল করতে দেখেছে তাঁর স্বজনরা। প্রত্যুষার বাবা, মা আজ সকালে এসে পৌঁছায় মুম্বাই।
ধারণা করা হচ্ছে, প্রেমিকের সঙ্গে সম্পর্কের কারণেই আত্মহুতি দিয়েছেন নায়িকা।জানা যায়, সম্প্রতি রাহুলের সঙ্গে নাকি অন্য কোনও মেয়ের সম্পর্ক গড়ে ওঠে। এই নিয়েই নাকি চলছিল প্রবল টানাপড়েন। প্রত্যুষা আত্মহত্যা করেছেন না অন্য কিছু তা এখনও স্পষ্ট নয়।
শুক্রবার মুম্বাইয়ের বাড়ি থেকে প্রত্যুষার গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন ওই অভিনেত্রী। জনপ্রিয় ধারাবাহিক ‘বালিকা বধূ’র অতি পরিচিত মুখ ছিলেন তিনি। তাঁর অভিনীত ‘আনন্দী’ চরিত্রটি দর্শকদের মধ্যে সাড়া ফেলেছিল।