মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের করা এক হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সোমবার দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’-এর নেতা সাগর হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করে মিরপুর মডেল থানা পুলিশ। ওই মামলায় তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা দেখা দেয়, যার ভিত্তিতে গ্রেফতার দেখানো হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) বিকেলে মমতাজ বেগমকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হবে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী।
সংশ্লিষ্ট মামলার বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে মিরপুর থানার এক কর্মকর্তা বলেন, “এটি একটি স্পর্শকাতর মামলা। উচ্চ পর্যায়ের তদন্তের অংশ হিসেবে মমতাজ বেগমের সম্পৃক্ততা যাচাই করা হচ্ছে। আদালতের মাধ্যমে রিমান্ড চাওয়া হতে পারে।”
প্রসঙ্গত, মমতাজ বেগম শুধু একজন সাংসদই নন, তিনি একজন খ্যাতিমান লোকসংগীতশিল্পী হিসেবেও দেশজুড়ে পরিচিত। দীর্ঘদিন ধরেই তিনি লোকসংগীতের জনপ্রিয় মুখ এবং এই মাধ্যমেই তিনি সাংস্কৃতিক অঙ্গনে পরিচিতি লাভ করেন।
রাজনৈতিক ক্যারিয়ারে ২০০৯ সালে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে নবম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে মনোনীত হন। এরপর ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি জনগণের ভোটে মানিকগঞ্জ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধি হিসেবেও বিভিন্ন সংসদীয় কার্যক্রমে অংশ নিয়েছেন।
তবে সাম্প্রতিক সময়ে তার রাজনৈতিক অবস্থান কিছুটা দুর্বল হয়ে পড়ে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ দলের এক স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হন তিনি। সেই নির্বাচনের পর থেকেই তিনি অনেকটা নীরব ছিলেন।
বর্তমানে তার বিরুদ্ধে দায়ের করা হত্যাকাণ্ডের মামলাটি রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে চাঞ্চল্য তৈরি করেছে। মমতাজ বেগমের গ্রেফতারের খবরে তার ভক্ত, সমর্থক এবং সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই বিস্মিত ও উদ্বিগ্ন প্রতিক্রিয়া জানিয়েছেন।
এ ঘটনায় রাজনৈতিক বিশ্লেষকরাও ঘটনাপ্রবাহ গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। তারা বলছেন, এটি শুধুমাত্র একটি ফৌজদারি মামলা নয়, বরং এর পেছনে রাজনৈতিক অঙ্গনের নানা জটিলতা থাকতে পারে।
তবে এ বিষয়ে মমতাজ বেগম কিংবা তার পরিবারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
মারুফ/সিলেট ৭১ নিউজ