মৌলভীবাজার প্রতিনিধি:: মৌলভীবাজারে ইম্পেরিয়াল মেডিকেল হাসপাতালের উদ্যোগে এবং The Tafida Raqeeb Foundation-এর সহযোগিতায় ইউকে ও ইউরোপ থেকে আগত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসকদের অংশগ্রহণে নয় দিনব্যাপী এক ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয়েছে।
এই ক্যাম্পে নিউরো মেডিসিন, রেসপিরেটরি, মেডিসিন ও গাইনী বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকগণ বিনামূল্যে প্রায় ২,০০০ জন রোগীকে চিকিৎসাসেবা প্রদান করেন। স্থানীয় এবং আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা রোগীরা এই সেবায় ব্যাপকভাবে উপকৃত হয়েছেন।
আজ বৃহস্পতিবার ক্যাম্পের সমাপনী দিনে উপস্থিত ছিলেন ইম্পেরিয়াল মেডিকেল হাসপাতালের মালিক ও ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের ম্যানেজিং ডিরেক্টর এবং বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশনের প্রাক্তন সভাপতি এম এ মুবিন খান, মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর, ডা. পনব কান্তি দাস, ডা. জিল্লুল হক, নজরুল ইসলাম খান, সৈয়দ তোফাজ্জল হোসেন, তাওহীদ খান নাহিদ, ও শাহ ছাব্বির প্রমুখ।
ক্যাম্পের আয়োজকরা জানান, স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবায় ইতিবাচক প্রভাব আনতে ভবিষ্যতেও এ ধরনের বিনামূল্যের মেডিকেল ক্যাম্পের আয়োজন অব্যাহত থাকবে।
মৌলভীবাজার/টিআর