সিলেট, ২৫ জুলাই, ২০২৫:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ঘোষণা দিয়েছেন যে, আগামী আগস্টে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের মাধ্যমে ‘জুলাই সনদ’ এবং নতুন বাংলাদেশের জন্য নতুন সংবিধান আদায় করা হবে।
আজ শুক্রবার বিকেলে সিলেটে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ শেষে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি জুলাই আন্দোলনে সিলেটের মানুষের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে বলেন, “সিলেটবাসী জুলাই আন্দোলনে যে অবদান রেখেছেন তা গোটা দেশকে অনুপ্রেরণা যুগিয়েছে।” নাহিদ ইসলাম উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানে সাংবাদিক এটিএম তুরাবসহ সিলেটে ১৭ জন শহীদ হয়েছেন। তিনি বলেন, “আমরা সেইসব শহীদের রক্তের শপথ নিয়ে নতুন বাংলাদেশ গড়তে এসেছি।”
এনসিপির আহ্বায়ক আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পরেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠন করা হয়েছে।তিনি জানান, সিলেটের সন্তান অর্পিতা এহতেশাম জুনায়েদ এনসিপিতে থেকে দলকে শক্তিশালী করার জন্য কাজ করছেন। তার আশা, আগামীতে সিলেট এনসিপির একটি শক্তিশালী ঘাঁটিতে পরিণত হবে।
নাহিদ ইসলাম বলেন, “বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে আমরা রাজপথে নেমেছি।”তিনি আরও বলেন যে, প্রস্তাবিত নতুন সংবিধানে জনগণের অধিকারের কথা উল্লেখ থাকবে।
সিলেট মহানগর এনসিপির প্রধান সমন্বয়ক আবু সাদেক মো. খায়রুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এই পথসভা অনুষ্ঠিত হয়। সভাটি পরিচালনা করেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলম।
সভায় আরও বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, দক্ষিণাঞ্চলীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক অর্পিতা দাশ, সিলেটের মুখ্য সমন্বয়ক নাজিম উদ্দিন সাহান এবং ডা. এহতেশামসহ আরও অনেকে।
২০২৪ সালের জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী ছাত্র-জনতার ব্যাপক বিক্ষোভ শুরু হয়, যা পরবর্তীতে গণঅভ্যুত্থানে রূপ নেয়। এই আন্দোলনের ফলেই তৎকালীন সরকারের পতন ঘটে।এই ঘটনা ‘জুলাই বিপ্লব’ বা ‘জুলাই গণঅভ্যুত্থান’ নামে পরিচিতি লাভ করে।
এম/সিলেট ৭১ নিউজ