ঢাকা, ২৫ জুলাই, ২০২৫:
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা ৩৩ জনে দাঁড়িয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আহত আরও অন্তত ৫০ জন ঢাকার সাতটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (২৫ জুলাই) বিকেলে প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি স্বাস্থ্য অধিদপ্তরের বরাতে এই তথ্য নিশ্চিত করেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নিহতদের মধ্যে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১৫ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ১৫ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজন, লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে একজন এবং ইউনাইটেড হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।
সবশেষ শুক্রবার দুপুর ১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মাকিন নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়।[ গাজীপুরের কোনাবাড়ির নিবাসী মোহাম্মদ হোসাইনের ছেলে ছিল মাকিন।
আহতদের মধ্যে বর্তমানে বার্ন ইনস্টিটিউটে ৪০ জন, সিএমএইচে ৮ জন এবং শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে একজন করে চিকিৎসাধীন আছেন।
উল্লেখ্য, গত ২১ জুলাই বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফটি-৭ প্রশিক্ষণ বিমান উড্ডয়নের কিছুক্ষণ পরেই যান্ত্রিক ত্রুটির কারণে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়।এই ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে।