এসবিএন ডেস্কঃ ইরানে একটি হেলিকপ্টার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর সবাই নিহত হয়েছেন। দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশে শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটেছে।
ফার্স প্রদেশের রাজধানী সিরাজ থেকে ৩০ কিলোমিটার দূরে শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় এ দুর্ঘটনা ঘটে। জরুরি চিকিৎসা সেবায় নিয়োজিত হেলিকপ্টারটি সিরাজের একটি হাসপাতালে রোগী নিয়ে যাচ্ছিল।
দুর্ঘটনায় হেলিকপ্টারের সব ক্রু, এয়ার মেডিক্যাল সার্ভিসের কর্মী এবং রোগী ও তার সঙ্গী নিহত হয়েছেন। এদের সংখ্যা ১০ বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা। কয়েকদিন ধরে ফারস প্রদেশের ওই এলাকাটিতে ঝড়বৃষ্টি হচ্ছে বলেও জানিয়েছে সংস্থাটি।
আধা-স্বায়ত্তশাসিত বার্তা সংস্থা ফার্স নয়জন নিহত হওয়ার কথা জানিয়েছে। এদের মধ্যে গাড়ি দুর্ঘটনায় পাঁচজন আহত হয়েছে বলেও জানিয়েছেন পুলিশ কর্মকর্তা মোহাম্মদ হোসেন হামিদি।
ফার্স প্রদেশের স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, হেলিকপ্টার বিধ্বস্তের কারণ তদন্ত করে দেখা হচ্ছে।