এসবিএনঃ বেশ কিছু দিন ধরেই বিচ্ছেদের বিরহে পুড়ছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। বিচ্ছেদের পর থেকেই চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন এই অভিনেত্রী।
তার হাতে এখন একাধিক চলচ্চিত্র। তাই খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, তবে কি বিরহ ভুলতেই কাজে ডুব দিয়েছেন তিনি?
বর্তমানে সুলতান চলচ্চিত্রের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন আনুশকা।
এতে সালমান খানের বিপরীতে তিনি অভিনয় করছেন কুস্তিবিদের চরিত্রে। এই চলচ্চিত্রের শুটিং শেষ হলেই আনুশকা শুরু করবেন করণ জোহর পরিচালিত অ্যায় দিল হ্যায় মুশকিল চলচ্চিত্রের কাজ।
তা ছাড়া তার হাতে রয়েছে করণের হোম প্রোডাকশন ফিল্লাউরি চলচ্চিত্রটি। এতে অনুশকার সঙ্গে পর্দায় দেখা যাবে পাঞ্জাবি অভিনেতা দলজিৎ দোসাঞ্জ ও সুরজ শর্মাকে। আগামী এপ্রিলের মাঝামাঝি সময় শুরু হবে এই চলচ্চিত্রের শুটিং।