আগামী বছরের মাঝামাঝি বর্তমান রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর মেয়াদ শেষ হবে। এরপর রাষ্ট্রপতি হিসেবে অমিতাভ বচ্চনকেই যোগ্য বলে মনে করছেন শত্রুঘ্ন।
তিনি বলেন, ‘অমিতাভ বচ্চনের মতো একজন সাংস্কৃতিক আইকন যদি ভারতের রাষ্ট্রপতি হন তাহলে তা হবে গর্বের ব্যাপার। সংস্কৃতি ও সামাজিক ক্ষেত্রে তিনি অনেক মাইলফলক অর্জন করেছেন। তিনি যদি রাষ্ট্রপতি হন তাহলে তা দেশের সুনাম বয়ে আনবে বলে আমি বিশ্বাস করি।’
প্রসঙ্গত, অমিতাভ ও শত্রুঘ্ন ঘনিষ্ঠ বন্ধু। সত্তরের দশকে ‘কালা পাথর’, ‘শান’, ‘দোস্তানা’র মতো অনেক ব্যবসাসফল ছবিতে তারা একসঙ্গে অভিনয় করেছেন।