এসবিএন ডেস্কঃ বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। আশিকি-টু সিনেমায় গায়িকার চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেন। তবে সিনেমার মতো বাস্তবেও গান গেয়ে ভক্তদের মন জয় করছেন এ অভিনেত্রী।
এর আগে এক ভিলেন সিনেমায় ‘গলিয়া’ এবং এবিসিডি-টু সিনেমায় ‘বেজুবান ফির সে’ শিরোনামের গানে কণ্ঠ দেন শ্রদ্ধা কাপুর।
এবার প্রকাশ পেয়েছে এ অভিনেত্রীর গাওয়া বাঘি সিনেমার ‘সাব তেরা’ শিরোনামের একটি গান।
থাইল্যান্ডের মনোরম দৃশ্যে ধারণ করা গানটিতে দেখা গেছে টাইগার শ্রফ এবং শ্রদ্ধা কাপুরকে। বাঘি সিনেমার পরিচালক সাব্বির খানের অনুরোধেই গানটিতে শ্রদ্ধা কণ্ঠ দিয়েছেন বলেন জানা গেছে।
‘সাব তেরা’ গানের রচনা করেছেন আমাল মালিক। শ্রদ্ধার সঙ্গে এ গানে কণ্ঠও দিয়েছেন তিনি।