হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার দেবিপুর গ্রামে যুক্তরাজ্য প্রবাসী সাবেক ছাত্রলীগ নেতা ইয়াসির আব্বাস খানের পৈত্রিক বাড়ি ও দোকানে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে। এ সময় দুর্বৃত্তরা বাড়ি ও দোকানে ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষতি সাধন করে। তবে হামলার সময় বাড়িতে কেউ না থাকায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
স্থানীয়দের দাবি, হামলার সময় পরিবারের কেউ উপস্থিত থাকলে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারত।
এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় বিএনপি নেতা ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি অ্যাডভোকেট আমিনুল ইসলামের নেতৃত্বে চৌমুহনী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুর রহমান সোহাগ, মাধবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল হোসেন মন্টি, এনএসপি ছাত্র ও জামায়াত সংশ্লিষ্ট অন্তত ৫০ জন ব্যক্তি এই হামলায় অংশ নেন।
তারা ঘর ও দোকানের মালামাল লুট করে ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়দের মতে, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে ইয়াসির আব্বাসের পরিবারের ঘনিষ্ঠ সম্পর্ক ও নেতৃত্বের কারণেই এ হামলার ঘটনা ঘটেছে।
লন্ডনপ্রবাসী ইয়াসির আব্বাস খান বর্তমানে যুক্তরাজ্য আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী। তিনি অতীতে সিলেট মহানগর ছাত্রলীগের ১০ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ইয়াসির আব্বাস বলেন,
“আমি যুক্তরাজ্যে থেকে দেশের গণতন্ত্র ও আওয়ামী রাজনীতির পক্ষে কাজ করছি। এটাই আমার ‘অপরাধ’ হয়ে দাঁড়িয়েছে। আমার পরিবারকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে।”
অন্যদিকে বিএনপি নেতা মাহবুবুর রহমান সোহাগ দাবি করেন,
“ইয়াসির ও তার সহযোগীরা লন্ডনে বসে সরকারের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছেন—এই অভিযোগে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে এ ঘটনার সৃষ্টি করেছে।”
এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান,
“ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা এ হামলাকে রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে দেখছেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন।