কানাইঘাট প্রতিনিধি :: বাংলাদেশ আওয়ামী যুবলীগের সিলেট জেলার কানাইঘাট উপজেলার ২নং লক্ষ্মীপ্রাসাদ পশ্চিম ইউনিয়ন শাখার কমিটি গঠন করা হয়েছে।
আওয়ামী যুবলীগের কানাইঘাট উপজেলা শাখার সভাপতি শামিম আহমদ ও সাধারণ সম্পাদক জাবেদ হোসেনের স্বাক্ষরিত একটি প্যাডে গতকাল বৃহস্পতিবার  ২৩ এপ্রিল মো. আলমগীর হোসেনকে সভাপতি ও রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা দেওয়া হয়। নতুন এই কমিটিতে অন্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি আব্দুল করিম, সহ-সভাপতি হাবিবুর রহমান ও মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত মিয়া,
প্রচার সম্পাদক সাব্বির হোসেন, দপ্তর সম্পাদক মোহাম্মদ মহসিন আহমদ, সহ-দপ্তর সম্পাদক শরীফ উদ্দিন,
শিক্ষা বিষয়ক সম্পাদক জাবেদ আলী, ধর্ম বিষয়ক সম্পাদক তাহের আহমদ, আন্তর্জাতিক সম্পাদক সালাহ উদ্দিন, নির্বাহী সদস্য সাইদ আহমদ, টিটু দাস, বিজিত দাসসহ আরও অনেকে।