গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছাত্রলীগ নেতা মামুনুর রশীদ মামুনের বাড়িতে তার পরিবারের উপর ভয়াবহ সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। জৈন্তাপুর উপজেলার হরিপুরে গ্রামে এই ঘটনা ঘটে।
২ অক্টোবর দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মামুনের পরিবার তুলে ধরে সেই রাতের বিভীষিকাময় চিত্র।
সংবাদ সম্মেলনে মামুনুর রশীদের পিতা জানান, গত ১ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে একদল কালো পোশাকধারী অস্ত্রধারী সন্ত্রাসী তার বাড়ির দরজা-জানালা ভেঙে ভিতরে প্রবেশ করে। ঘরে ঢুকেই তারা মামুনকে খুঁজতে থাকে। তখন পরিবার জানায়, মামুন বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। এই কথা শুনে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। শুরু করে ঘরের জিনিসপত্র ভাঙচুর। শুধু তাই নয়, মামুনের বাবা-মাকে প্রাণনাশের হুমকি দেয় তারা।
ভীত ও শঙ্কিত কণ্ঠে মামুনের বাবা বলেন, ওরা বলেছে মামুনকে না পেলে ওর ছোট ভাইকে মেরে ফেলবে। সেই রাত থেকে আমরা চরম আতঙ্কে দিন কাটাচ্ছি।
তিনি আরও জানান, ঘটনার পরপরই পুলিশকে ফোন করা হলেও আশানুরূপ সাড়া পাওয়া যায়নি। অভিযোগ রয়েছে, স্থানীয় প্রশাসন এ বিষয়ে কোনো দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করেনি।
মামুনের বাবা বলেন, গত ১০ই আগস্ট একবার মামুনকে কিছু সন্ত্রাসী হামলা করে মারধর করে পালিয়ে যায়, পরে আমরা উদ্বার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করি। সেখানে প্রাথমিক চিকিৎসা করে বাড়ি ফিরে।
তিনি বলেন এরকম বার বার হামলায় নিরাপত্তার অভাবে মামুনের পরিবার চরম উৎকণ্ঠার মধ্যে দিন পার করছে। মামুনের পরিবার ও স্থানীয় সচেতন মহল অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।