সুনামগঞ্জ প্রতিনিধি : কথায় আর কাজের অপূর্ব সমন্বয় ঘটিয়ে যিনি কাজ করে যাচ্ছেন নিরন্তর, তিনি সেলিম উদ্দিন আহমদ। সুনামগঞ্জ ফাউণ্ডেশনের চেয়ারম্যান সেলিম আহমদ ছাত্র জীবন থেকে মুজিবাদর্শে পথ চলা সেলিম আহমদ যখনই সুযোগ পেয়েছেন, তখনোই নিজের সবটুকু সামর্থ নিয়ে ছোটে গেছেন গণ-মানুষের পাশে। কর্মী এবং কল্যাণ বান্ধব সেলিমই যেন ভরসা উপজেলাবাসীর। তাহিরপুর নিজ উপজেলা হলেও সুনামগঞ্জ-১ আসনের জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগরেও দিন-রাত সাড়া দিচ্ছেন মানুষের ডাকে। অসহায় মানুষের ভাগ্যোন্নয়নের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়ন কর্মযজ্ঞ তোলে ধরছেন প্রান্তিক মানুষের মাঝে। একই সাথে সারাদেশে উন্নয়ন ধারাবাহিকতা রক্ষায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নির্বাচিত করারও আহবান জানান তিনি। নিজের ব্যক্তিগত তহবিল থেকে এলাকার রাস্তাঘাট উন্নয়নের পাশাপাশি মসজিদ, মাদরাসা ও মন্দির উন্নয়নেওি তিনি দান করে যাচ্ছেন। শুক্রবার (০৮ সেপ্টেস্বর) তাহিরপুরের বাদাঘাট বাজার জামে মসজিদের উন্নয়নেও তিনি ৫ লাখ টাকা অনুদান প্রদান করেন।
সেলিম আহমদ ওইদিন তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের বিভিন্ন স্থানে হাজার হাজার নেতাকর্মী নিয়ে দিনব্যাপি গণসংযোগ করেন। গণসংযোগকালে সরকারের উন্নয়ন প্রচারণা চালান এবং সুনামগঞ্জ-১ আসনে নিজের প্রার্থীতার জানান দেন। গণসংযোগ শেষে তিনি ঐতিহ্যবাহী বাদাঘাট বাজারে নির্মাণাধীন বাদাঘাট জামে মসজিদে জুমার নামাজ পরবর্তী ৫ তলা বিশিষ্ট মসজিদ নির্মাণে ব্যাক্তিগত তহবিল থেকে ৫ লক্ষ টাকা অনুদান প্রদান করেন।
অনুদান প্রদানকালে মসজিদ কমিটির সভাপতি বাদাঘাট ইউনিয়ন চেয়ারম্যান নিজাম উদ্দীনের সভাপতিত্বে সেলিম আহমদ বলেন, হাওরবেষ্টিত সুনামগঞ্জ-১ আসনের উন্নয়নে শেখ হাসিনার সরকার বরাবরই আন্তরিক। কিন্তু ব্যর্থ,অযোগ্য, হাইব্রিড এবং পরিক্ষিত দুর্নীতিবাজ বিগত দিনে উন্নয়ন প্রকল্পের টাকায় নিজের ও্ পরিবারের উন্নয়ন করেছেন। যে কারণে এই আসনের মানুষ অবকাঠামোগত উন্নয়ন বঞ্চিত থাকায় অর্থনৈতিকভাবেও অনেক পিছিয়ে গেছে। তিনি বলেন, আমি প্রতিশ্রুতিতে বিশ্বাসী নই। শুধু এই অঞ্চলের মানুষের ভালোবাসা মাথায় তোলে রেখে বলতে চাই, আপনারা আমাকে নির্বাচিত করুণ। আমি আপনাদের সেবক হয়ে আপনাদের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চাই।
এ সময় উপস্থিত ছিলেন,তাহিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সুষেন বর্মন,উপজেলা শ্রমিক লীগ সভাপতি বাবুল মেম্বার,উপজেলা ছাত্রলীগ সভাপতি এ জেড ইমন,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি বিপ্লব শরিফ সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক, ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মী।