 
								
                            
                       এসবিএন সাহিত্য ডেস্ক:
সমসাময়িক অনুকাব্য
(১)
টাকা নিলো হ্যাকার,
কেউ ছিলোনা দেখার,
বিনিয়োগের অভাব থাকায়-
লক্ষ তরুণ বেকার।
(২)
উঁচু কিংবা নিচু,
কেউ জানেনা কিছু,
সত্যি বলুন কে নিয়েছে-
ডলার গুলোর পিছু?
(৩)
ব্যাংক থেকেও চুরি,
শুনে লাজে মরি,
কোথায় গেলে স্বান্তনা পাই-
কি করি কি করি!
(৪)
আছে শুধু দেখার,
নেইতো কিছুই শেখার,
দেশটা গেলে রসাতলে-
ক্ষতি কি আর একার?
(লেখকের লেখার বিষয়বস্তু সম্পূর্ণ কাল্পনিক)