সিলেট৭১নিউজ ডেস্ক:: বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালানো প্রতিটা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের কাছ থেকে হিসাব নেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, বিভিন্ন জেলায় গুলি চালিয়ে আমাদের নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে, আহত করা হচ্ছে, তার হিসাব আমরা নেব।
মির্জা ফখরুল বলেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদসহ মানুষের সমস্যাগুলো নিয়ে যখন বিএনপি কথা বলা শুরু করেছে, তখন সরকার নির্বিচারে গুলি করে বিরোধীদলের নেতা-কর্মীদের হত্যা করছে। বৃহস্পতিবারও (১ সেপ্টেম্বর) গুলি করে যুবদলের সক্রিয় কর্মী শাওনকে হত্যা করা হয়েছে। শাওনের মরদেহ তার স্বজনদের কাছে দেয়া হয়নি। পুলিশ পাহারায় গোপনে মরদেহ দাফন করা হয়েছে।
বিএনপির এই নেতা বলেন, সরকারের নির্দেশেই পুলিশের এমন আচরণ। এখনও সংযত না হলে সামনে পুলিশের ওপরও এমন আঘাত আসবে। আমি হুঁশিয়ার করতে চাই যে যারা এ ধরনের মিথ্যা মামলা করবেন, যারা এভাবে গুলি করে আমাদের নেতাকর্মীদের হত্যা করবেন, তাদের প্রত্যেকের হিসাব কড়ায়-গণ্ডায় নেয়া হবে। ভোলায় নূরে আলম ও রহিমকে হত্যার ঘটনায় মামলা করেছি। শাওনকে হত্যার বিষয়েও মামলা করব।
পুলিশকে উদ্দেশ্য করে ফখরুল বলেন, আমরা পুলিশ বাহিনীর বিরুদ্ধে নই, আমরা কোনো বাহিনীর বিরুদ্ধে না। কিন্তু তারা আমাদের লোকদের গুলি করে মেরে ফেললে আমরা কি তা মেনে নেব? তাই বলতে চাই, আপনাদের আমরা কখনোই প্রতিপক্ষ বানাতে চাই না। আপনারা দয়া করে জনগণের প্রতিপক্ষ হবেন না।
এ সময় সারা দেশে একযোগে সরকার পতন আন্দোলনের হুঁশিয়ারি দেন ফখরুল। তিনি বলেন, ক্ষমতারসীনদের হাত গুঁড়িয়ে দেয়া হবে। এর ফয়সালা হবে রাজপথে। সরকার পতনের এ লড়াই বিএনপির শেষ লড়াই।