 
								
                            
                       এসবিএন ডেস্কঃ আগামী ১৯ মার্চ ঢাকা মহানগর নাট্যমঞ্চে বিএনপিকে কাউন্সিলের অনুমতি দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ডিএসসিসির মেয়র সাঈদ খোকন এ কথা জানিয়েছেন।
মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রাঙ্গনে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনকালে সাংবাদিকদের এ কথা মেয়র।
সাঈদ খোকন বলেন, ‘দেশের জনগণ চায় প্রতিটি রাজনৈতিক দল শক্তিশালী হোক। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও চান, সবাই সমান অধিকার পাক।
তাই বিএনপিকে ঢাকা মহানগর নাট্যমঞ্চে কাউন্সিল করার অনুমতি দেওয়া হয়েছে।