March 28, 2023, 1:20 am

সংবাদ শিরোনাম :
মাতৃভাষা দিবসে পাবলিক গণ সাস্থ্য কমিউনিটি প্যারামেডিক ইন.এর শ্রদ্ধাঞ্জলি অর্পন মাতৃভাষা দিবসে বাংলাদেশ মুক্তিযোদ্ধ কল্যাণ ও পূর্ণবাসন সোসাইটির শ্রদ্ধাঞ্জলি অর্পন মাতৃভাষা দিবসে সিলেট জেলা ও মহানগর বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের শ্রদ্ধাঞ্জলি অর্পন সিলেট মহানগর আ.লীগ সভাপতির সাথে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট জেলা ও মহানগরের শুভেচ্ছা বিনিময় সিলেট জেলা আ.লীগ সেক্রেটারির সাথে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট জেলা ও মহানগরের শুভেচ্ছা বিনিময় সিলেট জেলা আ.লীগ সভাপতির সাথে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট জেলা ও মহানগরের শুভেচ্ছা বিনিময় অধ্যাপক জাকির হোসেনের সাথে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট জেলা ও মহানগরের শুভেচ্ছা বিনিময় বিধান কুমার সাহার সাথে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট জেলা ও মহানগরের শুভেচ্ছা বিনিময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট জেলা কমিটির শ্রদ্ধা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট মহানগর কমিটির শ্রদ্ধা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট জেলা ও মহানগর কমিটিকে কেন্দ্রীয় সাংগঠনিক অপুর শুভেচ্ছা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট মহানগর শাখার আংশিক কমিটি সভাপতি মুস্তাকীম, সম্পাদক তাহির বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার আংশিক কমিটি সভাপতি আকমল, সম্পাদক সাগর ৭ন আ২ জরোহী নিয়ে নেপালে বিমান বিধ্বস্ত ইজেতমা আখেরি মোনাজাতে মুসল্লিদের কান্নার রোল প্রখ্যাত পীর আল্লামা ফুলতলী (র.)’র ঈসালে সাওয়াব মাহফিল রবিবার “সিলেটে ব্যাডমিন্টন খেলোয়াড় মিলির রহস্যজনক মৃত্যু”পরিবারের দাবি হত্যা মাধবপুরে সড়ক দুর্ঘটনায় মৌলভীবাজারের ৩ জনের মৃত্যু বাংলা সাহিত্যে বিশেষ অবদানে  ইউ এস- বাংলার সম্মাননায় জাকির হোসেন জেবুন্নেছা হককে মুক্তিযোদ্ধা কল্যান সোসাইটির ফুলেল শুভেচ্ছা বিজয় দিবসে শুভেচ্ছা জানিয়েছে পাবলিগ গণস্বাস্থ কমিউনিটি প্যারামেডিক্যাল ইন. মহান বিজয় দিবসে শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর রিপন সিলেটের ডেইজি বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেটে কাউন্সিলর নির্বাচিত সিলেটের মুহিত সম্পত্তি দখলের অভিযোগ:যুক্তরাজ্য প্রবাসী এনামুলের সংবাদ সম্মেলন সিলেটে আওয়ামী লীগ নেতৃদ্বয়ের উপর চাঁদাবাজীর মামলা ‘মুক্তিযুদ্ধের বাংলাদেশে জঙ্গিবাদ এখন হুমকি’ রাষ্ট্রদূতদের বাংলাদেশ সম্পর্কে মন্তব্য করতে বাধ্য করছে কিছু গণমাধ্যম : পররাষ্ট্রমন্ত্রী উদ্বোধনের অপেক্ষায় ফুটবল বিশ্বকাপ ‘অতি দ্রুত’ দেশে ফিরবেন তারেক : মির্জা ফখরুল
সিলেটে সংসারের ২৭ বছর পর স্বামীর বিরুদ্ধে যৌতুক মামলা

সিলেটে সংসারের ২৭ বছর পর স্বামীর বিরুদ্ধে যৌতুক মামলা

Please Share This Post in Your Social Media

গোয়াইনঘাট প্রতিনিধি:সিলেটের গোয়াইনঘাটে যৌতুকের জন্য নির্যাতনেরর অভিযোগ এনে স্বামীর বিরুদ্ধে সিলেট আদালতে যৌতুক নিরোধ আইনের ২০১৮ ইং এর ৩ ধারায় মামলা করেছেন নিছা বেগম (৩৫) নামের এক নারী।

মামলা সুত্রে জানা যায়, সিলেটের গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়নের সাতারগ্রামের মৃত আরব আলীর মেয়ে নিছা বেগম (৪১) সঙ্গে ১৪ অক্টোবর ১৯৯৫ ইং সালে বিয়ে হয় একই ইউনিয়নের কালিজুরি গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে গোলাম জবারুতের (৫২) সঙ্গে।
বিয়ের সময় নিছা বেগমের বাবা গোলাম জবারুতকে ১লক্ষ টাকার মালামাল প্রদান করেন। তার পর যথারীতি স্বামীর সংসার শুরু করেন নিছি বেগম।তাদের ঘরে জন্ম নেয় তিনটি কন্যা ও একটি পুত্র সন্তান।

নিছা বেগম বলেন,২০২০ইং সালের প্রথমধীকে গোলাম জবারুত স্ত্রী নিছা বেগমকে তার বাবার কাছ থেকে ৩ লক্ষ টাকা যৌতুক আনার জন্য চাপ সৃষ্টি করেন। নিছা বেগমের বাবার কাছে জবারুতের দাবীকৃত যৌতুকের টাকা দিতে নিছা বেগম অপরাগতা প্রকাশ করেন।

তার পরথেকেই নিছা বেগমকে মানসিক ও শারীরিক নির্যাতন শুরু করেন স্বামী গোলাম জবারুত। ছেলে মেয়েদের কারনে দীর্ঘদিন ধরে স্বামী গোলাম জবারুতের নির্মম নির্যাতন সহ্য করে আসছিলেন নিছা বেগম। কিন্তু নারী লূভি জবারুতের নির্যাতনের মাত্রা দিন দিন বাড়তে থাকে। এই বিষয়ে এলাকায় কয়েকদফা সালিশ বৈঠকের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হয়েছে। কিন্তু কোন সমাধান হয়নি।

সর্বশেষ, ৪ডিসেম্বর ২০২০ ইং সালে সকালে নিছা বেগমকে মারপিট করে বাড়ীতে থেকে বের করে দেন স্বামী গোলাম জবারুত।
জন্মদাতা মা নিছা বেগমের উপর এই নির্মম নির্যাতনের প্রতিবাদ করার কারনে বড় ছেলে আলী হোসেনকেও বাড়ী থেকে বের করে দেন তার বাবা গোলাম জবারুত। নিরুপায় হয়ে পড়েন নিছা বেগম। আশ্রয় নেন তার বাবার বাড়ী।

এ ঘটনায় নিছা বেগম সিলেট মাননীয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১০ নং আমলগ্রহনকারী আদালতে তার স্বামী গোলাম জবারুতকে আসামী করে একটি মামলা দায়ের করেন। যার নং-সি আর ২২,তারিখ ১৩/০৬/২২ইং।

মামলা করার পর স্বামী গোলাম জবারুত আরো ক্ষিপ্ত হয়ে উঠেন। মামলা তুলে নিতে নিছা বেগম সহ তার পরিবারের সকলকে মোবাইল ফোনে হুমকি দেন। মামলা তুলে না নিলে নিছা বেগমকে তালাক দিয়ে দেবেন। এবং প্রানে মেরে ফেলারও হুমকিও দেন প্রতিনিয়ত।

নিছা বেগম বলেন, আর কত মেয়ে যৌতুকের জন্য নির্যাতিত হবে। জবারুতের মতো যৌতুক লোভী স্বামীদের কঠোর বিচার হলে যৌতুকের জন্য নির্যাতন কমে যাবে। স্বামী জবারুতের বিরুদ্ধে আদালতে মামলা করে এখন জবারুতের হুমকি ধমকিতে আমার পরিবারের সকল নিরাপত্তা হীনতায় দিন কাটাচ্ছে।

সিলেট৭১নিউজ/টিআর/আর টি





Calendar

March 2023
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031



  1. © সর্বস্বত্ব সংরক্ষিত © 2017 sylhet71news.com
Design BY Sylhet Hosting
sylhet71newsbd