 
								
                            
                       এসবিএন বিনোদন ডেস্কঃ অনেক চেষ্টার পরও শেষ রক্ষা হচ্ছে না মালাইকা আরোরা এবং আরবাজ খানের দাম্পত্য জীবনের। ১৮ বছরের সংসার জীবনের পর এবার আরবাজের সঙ্গে বিচ্ছেদকেই চূড়ান্ত সিদ্ধান্ত বলে মনে করছেন মালাইকা। আর তার মূল কারণ আরবাজের ব্যর্থ ক্যারিয়ার।
একটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, সালমান খান বলিউডের অন্যতম সফল অভিনেতা হলেও, আরবাজ এবং সোহেল কেউই সেভাবে প্রতিষ্ঠা পাননি । সালমান অনেক চেষ্টা করেছিলেন তার দুই ভাইকে বলিউডে প্রতিষ্ঠা কারার জন্য। কিন্তু অভিনেতা কিংবা নির্মাতা কোনোটিতেই সফল হননি সোহেল এবং আরবাজ খান।
অন্যদিকে বলিউডের সফল মডেল এবং আইটেম শিল্পী হিসেবে নিজেকে ভালোভাবেই প্রতিষ্ঠিত করেছেন মালাইকা আরোরা খান। পাশাপাশি, ছোট পর্দার বেশ কিছু রিয়েলিটি শোয়ে বিচারকের ভূমকিায় দেখা যায় তাকে।
শুধু তাই নয়, ছেলে আরহানের পড়াশোনার খরচ এবং স্কুলের ফি সব কিছুই মালাইকাকে বহন করতে হয়। তাই সবকিছু মিলিয়ে আরবাজের ব্যর্থ ক্যারিয়ারের কারণেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন মালাইকা।
এদিকে মালাইকার সিদ্ধান্ত পরিবর্তনের জন্য অনেক চেষ্টা করছেন খান পরিবার। সম্প্রতি বিষয়টি মীমাংসার জন্য একটি ফ্যামিলি ডিনারের আয়োজন করেছিলেন সালমান খান। সেখানে উপস্থিত ছিলেন খান পরিবারের সবাই। মালাইকা এবং আরবাজও ছিলেন সেখানে। কিন্তু ইতিবাচক কোনো ফল পাওয়া যায়নি। নিজের সিদ্ধান্তে অটল রয়েছেন মালাইকা।