 
								
                            
                       এসবিএন ডেস্ক: রাজধানীর গাবতলীর খালেক সিটি বালুর মাঠে অগ্নিকাণ্ডের ঘটনায় সেখানে রাখা টিআর পরিবহনের ৩টি অত্যাধুনিক এসি বাস পুড়ে গেছে।
বাসগুলোর মধ্যে দু’টি ভস্মীভূত হয়ে যায়। আরেকটি আংশিক পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মাহমুদুল ইসলাম জানান, রোববার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ৩টি বাসে একযোগে আগুন লাগে। ৭টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি জানান, কীভাবে আগুন লেগেছে তা তদন্ত সাপেক্ষ বলা যাবে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মাহমুদুল জানান, প্রধান কার্যালয় থেকে দু’টি ইউনিট ঘটনাস্থলে যায়। পাশপাশি মোহাম্মদপুর ও মিরপুর থেকেও ফায়ার সার্ভিসের ইউনিট সেখানে পাঠানো হয়।
এদিকে একাধিক সূত্র জানায়, এটি একটি নাশকতার ঘটনা। যেখানে বাস রাখা হয়েছিল সেখানে কোনো বৈদ্যুতিক সংযোগ ছিল না। কেউ অগ্নিসংযোগ না করলে বাসগুলোতে আগুন লাগার কথা নয়।
ফায়ার সার্ভিস কর্মকর্তা মাহমুদুল জানান, পুড়ে যাওয়া বাসগুলোর মালিক টিপু সুলতান। সেখানে প্রায় ১০০টি বাস ছিল। আগুনে প্রায় ২ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান জানান, ফায়ার সার্ভিসের পাশপাশি আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে কাজ করে।