 
								
                            
                       এসবিএন জব কর্ণার: বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরি করতে আগ্রহীরা আবেদন করুন।
বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট পদে চাকরি
বাংলাদেশ বিমানবাহিনীর ডিই২০১৬বি কোর্সে প্রশিক্ষণ শেষে সরাসরি ‘অফিসার ক্যাডেট’ পদে কমিশন দেয়া হবে। আগ্রহীরা আগামী ২৫ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।
কোর্সের নাম ডিই২০১৬বি কোর্স
পদের নাম অফিসার ক্যাডেট
শিক্ষাগত যোগ্যতা
এটিসি গণিত, পদার্থবিজ্ঞানসহ বিএসসি। (দ্বিতীয় শ্রেণী/সিজিপিএ ২.৭৫)
এডিডব্লিউসি গণিত, পদার্থবিজ্ঞানসহ বিএসসি। (দ্বিতীয় শ্রেণী/সিজিপিএ ২.৭৫)
ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল, অ্যারোনটিক্যাল, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস, সিএসই/মেটেরিয়াল ও মেটালজিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে দ্বিতীয় শ্রেণী/সিজিপিএ ২.৭৫।
আবেদনের নিয়ম আগ্রহীরা বিমান বাহিনীর ওয়েবসাইট joinbangladeshairforce.mil.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময় ২৫ এপ্রিল ২০১৬