ডেস্ক:; ‘আমাদেরকে নিজেদের ইতিহাস ঐতিহ্য জানতে হবে, তাহলে পথচলা হবে সহজ। কারণ ঐতিহ্য আমাদেরকে পথ চলতে অনুপ্রাণিত করে। এজন্যে ইতিহাস চর্চা করতে হবে নির্মোহভাবে, প্রকৃত সত্য বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে।’
আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত সাইক্লোন কেন্দ্রীয় সংসদের ২০০তম সাহিত্য আসরে প্রধান অতিথির বক্তব্যে বাংলা একাডেমি প্রবাসী সাহিত্য পুরস্কারে ভূষিত গবেষক ফারুক আহমদ এ কথা বলেন।
সাইক্লোনের ২০০তম সাহিত্য আসর বাস্তবায়ন পর্ষদের আহবায়ক ভ্রমণকাহিণী লেখক মোয়াজ আফসারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. এ.রসুল সাইক্লোন শিক্ষাবৃত্তি প্রকল্পের চেয়ারম্যান কবি তাবেদার রসুল বকুল, সাইক্লোন কার্যকরী কমিটির সাবেক সদস্য প্রবাসী কম্যুনিটি নেতা কয়সর আহমদ শাহজাহান।
সাইক্লোনের সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক নাঈমা চৌধুরী ও ২০০তম সাহিত্য আসর বাস্তবায়ন পর্ষদের সদস্যসচিব তাসলিমা খানম বীথির উপস্থাপনায় ৭ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যে ৬টায় জিন্দাবাজারস্থ সিফডিয়া মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাইক্লোন কেন্দ্রীয় সংসদের সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার জাবেদ আহমদ, ধন্যবাদ জ্ঞাপন করেন সাইক্লোনের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সাদেক লিপন, মূখ্য আলোচকের বক্তব্য রাখেন গল্পকার সেলিম আউয়াল। আলোচনা ও লেখাপাঠে অংশ নেন সাংবাদিক মাহফুজ আহমদ চৌধুরী, কবি মাসুদা সিদ্দিকা রুহি, প্রভাষক ইশরাক জাহান জেলি, ঔপন্যাসিক আলেয়া রহমান, রাহনামা শাব্বির চৌধুরী, শামীমা আক্তার ঝিনু, সেনোয়ারা আক্তার চিনু, কামরুজ্জামান খান, চন্দ্র শেখর দেব, জুবের আহমদ সার্জন, আহমেদ সালেহ, ক্যালিগ্রাফার আবুল হাসান, কামাল আহমদ, এস.এম.ফাহিম, রিপন আহমদ, নাফিঊল করিম চৌধুরী, আরমান মুন্না প্রমুখ। সভায় সাইক্লোনের কার্যকরী কমিটির সাবেক সদস্য জাকের আহমদ চৌধুরীর ভাই গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী ও সাংবাদিক পীর হাবিবুর রহমানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ ও অসুস্থ লেখক-সাংবাদিক সালমান ফরিদের রোগমুক্তি কামনা করা হয়। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কবি কামাল আহমদ।
এবিএ/০৮ ফেব্রুয়ারী-৩১