গোলাপগঞ্জ প্রতিনিধি;: গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জে এক গৃহবধূকে (৩৮) অপহরণ করে গণধর্ষণ ও অমানবিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার পর গত রোববার (৬ ফেব্রুয়ারি) রাতে সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। আটক লিলু মিয়া (৫৫) শরীফগঞ্জ ইউনিয়নের পনাইরচক গ্রামের মৃত সফিক মিয়ার ছেলে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ জানুয়ারি রাতে উপজেলার পনাইরচক গ্রাম থেকে এক গৃহবধূকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। তারা দুই রাত আটকে ঐ গৃহবধূকে গণধর্ষণ এবং অমানবিক নির্যাতন করে ফেলে রেখে যায়।
এরপর ১৬ জানুয়ারি সকাল ৬টায় এলাকাবাসী ওই গৃহবধূকে পার্শ্ববর্তী মেহের গ্রামের একটি স্থানে উলঙ্গ ও মুমূর্ষু অবস্থায় দেখতে পান। পরে পরিবারের সদস্য ও পুলিশের সহযোগিতায় গৃহবধূকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এখনো তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় ভুক্তভোগীর ভাই গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা করেন। গোলাপগঞ্জ থানার এসআই ফয়জুল করিম মামলা ও আসামি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
আইআর/ ০৮ ফেব্রুয়ারি