এসবিএন ডেস্ক: জামালপুরের সরিষাবাড়ী মেয়ের শ্বশুর বাড়িতে বেড়াতে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
সোমবার তিনি উপজেলার ডোয়াইল ইউনিয়নের হরখালি গ্রামে তার বেয়াই বদিউজ্জামানের বাড়িতে যাবেন।
এ উপলক্ষে গত এক সপ্তাহ ধরে দু’টি হেলিপ্যাড নির্মাণসহ ব্যাপক প্রস্ততি নিচ্ছে স্থানীয় প্রশাসন ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী।
রাষ্ট্রপতি সোমবার দুপুর ২টার দিকে জামালপুর সদরের কর্মসূচি শেষে বেয়াই বাড়িতে মধ্যাহ্নভোজ অংশগ্রহণ করবেন। এরপর বেয়াই বাড়ির পাশে হরখালি মুজিবুর রহমান আদর্শ উচ্চ বিদ্যালয় পরিদর্শন করবেন তিনি।
ডাক বিভাগের সাবেক মহাপরিচালক বদিউজ্জামান রাষ্ট্রপতির বেয়াই। ২০০০ সালে বদিউজ্জামানের তৃতীয় ছেলে আয়কর বিভাগের যুগ্ম-কমিশনার মাহমুদ্দুর জামানের সঙ্গে রাষ্ট্রপতির কন্যা স্বর্ণা হামিদের বিয়ে হয়।
উল্লেখ্য, মেয়ের বিয়ের পর জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মাত্র একবার বেয়াই বাড়ি বেড়াতে গিয়েছিলেন।