November 4, 2025, 7:13 pm

সংবাদ শিরোনাম :
নিসচা ও প্রশাসনের উদ্যোগে বড়লেখায় নিরাপদ সড়ক দিবস পালন ইম্পেরিয়াল মেডিকেল হাসপাতালের উদ্যোগে ৯ দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন ব্যবসায়ী আলী হোসেনকে কুপিয়ে হত্যার চেষ্টায় রিয়াজ মেম্বারের ভাই গ্রেফতার বড়লেখার রাজনীতিতে পরীক্ষিত নেতৃত্ব প্রভাষক ফখরুল ইসলাম বাংলাদেশীদের জন্য দুবাইয়ের গোল্ডেন ভিসা উত্তরা বিমান দুর্ঘটনা: মৃতের সংখ্যা বেড়ে ৩৩, হাসপাতালে চিকিৎসাধীন ৫০ : প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব আগস্টে নতুন জুলাই সংবিধান আদায়ের লক্ষ্যে ঢাকায় মহাসমাবেশের ডাক এনসিপির রহমানিয়া টুকা হাফিজিয়া দাখিল মাদ্রাসায় নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন সিলেটে করোনায় আরও একজনের মৃত্যু, চলতি বছরে মৃতের সংখ্যা বেড়ে ৩ মাইলস্টোন ট্র্যাজেডি: শিশুর লাশে ভরে গেল ক্যাম্পাস, ২৫ জন আশঙ্কাজনক সিলেট মহানগরীর ১৪নং ওয়ার্ডে তালামীয ইসলামিয়ার বৃক্ষরোপণ কর্মসূচি সাংবাদিকের উপরে মিথ্যা মামলা কোম্পানীগঞ্জে ফ্যাসিস্টের দোসরদের পুণর্বাসন নিয়ে সৃষ্ট দ্বন্দ্বে বিএনপি নেতার উপর হামলা মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিচার শুরু কুলাউড়ায় বিএসএফের গুলি, বাংলাদেশির লাশ তুলে নিল ভারত মাহি-শাবাব হত্যার আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা জারি যুক্তরাজ্যে ছবি ভাইরাল: নবীগঞ্জে ওয়ালিদের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ কুলাউড়া সীমান্তে আবারও পুশইন, ১৪ জন আটক ওসমানী হাসপাতালে সাবেক মন্ত্রী ইমরান আহমদ সিলেট সীমান্তে নারী-শিশুসহ ১৬ জনকে আটক হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে ছাত্রশিবিরের কোরআন কুইজে হিন্দু শিক্ষার্থীর বিজয় সারা দেশে গণজমায়েতের ডাক এনসিপির প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেয়া হবে: পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আজহারের আপিল শুনানি শেষ, রায় ২৭ মে এম.সি কলেজ তালামীযের কাউন্সিল সম্পন্ন সিলেটে এবার বিষ্ফোরক আইনে ২৮৫ জনের বিরুদ্ধে মামলা স্বেচ্ছাসেবকদল নেতা মিজানকে জড়িয়ে অপপ্রচারের নিন্দা ও হুমকিদাতাকে গ্রেফতারের দাবি সিলেটে সাবেক মন্ত্রীর ঘনিষ্ঠ সহকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা: ষড়যন্ত্রমূলক দাবি পরিবারের সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশী নিহত
১লা জানুয়ারি: ইতিহাসের এই দিনে

১লা জানুয়ারি: ইতিহাসের এই দিনে

Please Share This Post in Your Social Media

Manual6 Ad Code

সিলেট৭১নিউজ ডেস্ক:: আজ ১ জানুয়ারি ২০২২, শনিবার। ইতিহাসের দিকে চোখ বুলিয়ে দেখে নেব ইতিহাসের এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু, দিনসহ ঘটে যাওয়া ঘটনা।

Manual6 Ad Code

ঘটনাবলি:

Manual6 Ad Code

৪৫ খ্রিস্টপূর্বাব্দ – জুলিয়ান ক্যালেন্ডারের সূচনা।
৪০৪ – রোমে সর্বশেষ গ্ল্যাডিয়েটর প্রতিযোগিতা অনুষ্ঠিত।
৬৩০ – হযরত মুহাম্মদের (সা.) মক্কা জয়ের জন্য যাত্রা শুরু।
৯৯০ – কিয়েভীয় রুস জুলিয়ান পঞ্জিকা গ্রহণ করে।
১৪৩৮ – হ্যাবসবার্গ বংশের দ্বিতীয় আলবার্ট হাঙ্গেরীর রাজা হিসেবে অধিষ্ঠিত হন।
১৬০০- স্কটল্যান্ডে জুলিয়ান পঞ্জিকার প্রচলন হয়।
১৬৫১ – ইংল্যান্ডের দ্বিতীয় চার্লস স্কটল্যান্ডের রাজা হিসেবে অভিষিক্ত হন।
১৬৭৩ – নিউইয়র্ক ও বস্টন শহরের মধ্যে নিয়মিত ডাক যোগাযোগ শুরু হয়।
১৭৮৯ – কলকাতা-লন্ডন ডাক যোগাযোগ ব্যবস্থা চালু হয়।
১৮০৯ – কলকাতার ‘ব্যাংক অফ ক্যালকাটা’র নাম পরিবর্তন করে ‘বেঙ্গল ব্যাঙ্ক’ রাখা হয়।
১৮১৮ – লন্ডন মিশনারি সোসাইটির ধর্মযাজক রবার্ট মে চোদ্দোজন ছাত্রীকে নিয়ে চুঁচুড়া বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
১৮২৪ – কলকাতায় সংস্কৃত কলেজ স্থাপিত হয়।
১৮৪৪ – ভিক্যর ক্যারু কলকাতায় সেন্ট জনস কলেজ প্রতিষ্ঠা করেন।
১৮৪৬ – কৃষ্ণনগরে ‘কৃষ্ণনগর সরকারি কলেজ’ প্রতিষ্ঠিত হয়।
১৮৪৬ – বারাসতে ‘বারাসত সরকারি বিদ্যালয়’ প্রতিষ্ঠিত হয়।
১৮৬৯ – জলপাইগুড়ি জেলা গঠিত হয়।
১৮৭১ – মনমোহন ঘোষের সম্পাদনায় সাপ্তাহিক ইন্ডিয়ান মিরর পত্রিকাটি দৈনিক পত্রিকারূপে আত্মপ্রকাশ করে। এটিই ছিল প্রথম ভারতীয় কর্তৃক সম্পাদিত দৈনিক পত্রিকা।
১৮৭৪ – কলকাতা কর্পোরেশন পরিচালিত প্রথম পৌরবাজারের উদ্বোধন হয়। ১৯০৩ সালে এই বাজারের নাম হয় ‘স্যার স্টুয়ার্ট হগ মার্কেট’।
১৮৭৬ – তদনীন্তন প্রিন্স অফ ওয়েলস তথা পরবর্তীকালের ব্রিটিশ সম্রাট সপ্তম এডওয়ার্ড কলকাতায় আলিপুর পশুশালা উদ্বোধন করেন।
১৮৮০ – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ‘সি.আই.এ’ উপাধি লাভ করেন।
১৮৮৬ – কাশীপুর উদ্যানবাটীতে রামকৃষ্ণ পরমহংস ‘কল্পতরু’ হন।
১৮৯০ – স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য মনোনীত হন।
১৯১৫ – ব্রিটিশ সরকার বৈজ্ঞানিক আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে ‘নাইট’ উপাধিতে ভূষিত করে।
১৯১৫ – ব্রিটিশ সরকার লর্ড সত্যেন্দ্রপ্রসন্ন সিংহকে (লর্ড সিনহা) ‘নাইট’ উপাধিতে ভূষিত করে।
১৯২৩ – দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ স্বরাজ্য দল গঠন করেন এবং ইংরেজি দৈনিক ফরওয়ার্ড প্রকাশ করেন।
১৯৪৬ – কোচবিহার পৌরসভা গঠিত হয়।
১৯৫০ – দেশীয় রাজ্য কোচবিহার পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় রূপান্তরিত হয়।
১৯৭১ – মার্টিন কোম্পানির হাওড়া-আমতা রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
১৯৭৩-মার্কিন সাম্রাজ্যবাদী সরকার হাজার হাজার বোমা নিক্ষেপকরে র্নিবিচারে গণহত্যা চালিয়ে স্তব্ধ করে দিতে চেয়েছিলো অকুতোভয় ভিয়েতনামী জনতার মুক্তি সংগ্রাম, এই পৈশাচিক হত্যার প্রতিবাদে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা নগরীর বুকে বিশাল বিক্ষোভ মিছিল বের করেছিলো তৎকালীন র্মাকিন সাংস্কৃতিক কেন্দ্রের সম্মুখে, শান্তির্পূণ শ্লোগান মুখর মিছিলের ওপর হামলা চালায় সরকারি ঠেঙাড়ে বাহিনী। শহীদ হয় ছাত্র ইউনিয়নের দুজন সাহসী যোদ্ধা -মতিউল ইসলাম ও মীর্জা কাদের। আহত হন অনেকে।
১৯৭৫ – হলদিয়ার ‘হলদিয়া তৈল সংশোধনাগার’ থেকে পরীক্ষামূলকভাবে উৎপাদন শুরু হয়।

জন্ম:

৭৬৬ – আলি আর-‌রিডা, শিয়া ইমাম।
১৮৯০ – প্রেমাঙ্কুর আতর্থী, ভারতীয় বাঙালি সাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক।
১৮৯৪ – সত্যেন্দ্রনাথ বসু (সত্যেন বোস), ভারতীয় বাঙালি পদার্থবিদ।
১৯০৩ – জসীম উদ্দীন, বাংলাদেশের একজন বিখ্যাত কবি।
১৯১৪ – অদ্বৈত মল্লবর্মণ, ভারতীয় বাঙালি সাহিত্যিক।
১৯৩০ – এ.কে. খন্দকার, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, মুক্তিযোদ্ধা
১৯৩০ – আবদুল্লাহ আল মুতী শরফুদ্দিন, বাংলাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ, বিজ্ঞান লেখক ও বিজ্ঞান কর্মী।
১৯৪৬ – রিভেলিনো, প্রাক্তন ব্রাজিলীয় ফুটবলার।
১৯১১ – মোহাম্মদ ইব্রাহিম (চিকিৎসক), বাংলাদেশের প্রখ্যাত চিকিৎসক।

মৃত্যু:

Manual8 Ad Code

৮৭৪ – হাসান আল‌-আসকারী
১৭৪৮ – ইয়োহান বার্নুয়ি, সুইজারল্যান্ডীয় গণিতবিদ।
১৮৯৪ – হেনরিখ হার্টজ, জার্মান পদার্থবিজ্ঞানী।
১৯২১ – সুরেশচন্দ্র সমাজপতি, বাঙালি সাহিত্য সমালোচক।
২০০৮ – প্রতাপচন্দ্র চন্দ্র, ভারতীয় বাঙালি শিক্ষাবিদ, ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী।

Manual3 Ad Code

বিএ/১ জানুয়ারী





Calendar

November 2025
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  



  1. © সর্বস্বত্ব সংরক্ষিত © 2017 sylhet71news.com
Design BY Sylhet Hosting
sylhet71newsbd
Manual1 Ad Code
Manual2 Ad Code