এসবিএন ডেস্ক: মৌলভীবাজারে দৈনিক জনকণ্ঠের সম্পাদক আতিকউল্লা খাঁন মাসুদ ও নির্বাহী সম্পাদক স্বদেশ রায়ের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ১নং আমলী আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বাহাউদ্দিন কাজীর আদালতে মামলা করলে তিনি সমন জারি করেন। মামলার বাদী হলেন অ্যাডভোকেট আব্দুল মুমিত চৌধুরী।
মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট চাঁদ মুরাড়ী সিংহ জানান, গত ৪ ফেব্রুয়ারী ২০১৬ইং তারিখে দৈনিক জনকণ্ঠ পত্রিকায় উপসম্পাদকীয় কলামে প্রধান বিচারপতি ও সুপ্রিমকোর্টকে অপমান করায় এ মামলা দায়ের করা হয়েছে।