গোয়াইনঘাট প্রতিনিধি:: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১০টি ইউনিয়নে কর্মরত ৭৮ জন গ্রাম পুলিশদের মাঝে জেলা প্রশাসনের বরাদ্দকৃত বাই সাইকেল এবং সামাজিক প্রতিবন্ধী পুনর্বাসন ও সহায়তা কেন্দ্র সিলেট কর্তৃক উপজেলার ১০ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনিক ভবনে উপজেলা প্রশাসনের আয়োজনে বাই সাইকেল ও হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.ফারুক আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাহমিলুর রহমান, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েস প্রমুখ।
এবিএ/২৩ নভেম্বর