স্টাফ রিপোর্ট:: মোছাঃ রোমানা বেগম রুমি বয়সঃ (৩৭) পিতাঃ বাচ্চু মিয়া বাসা অর্ণব ৩০ মিরের ময়দান সিলেট। তিনি শনিবার(২০ নভেম্বর) সকাল ১১ ঘটিকায় কাউকে কোন কিছু না বলে বাসা থেকে বাহিরে যান।
তার গায়ের গায়ের রং উজ্জল শ্যামলা, উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি। তিনি মানসিক রোগী।
এবং তিনি সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলেন।
আত্নীয় সজন বাসা সহ অনেক জায়গায় খুঁজাখুঁজি ও করে কোন সন্ধান পায়নি। কোন সহৃদয়বান ব্যক্তি সন্ধান পেয়ে থাকলে নিম্ন ঠিকানা অথবা মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন।
মোবাইল নং ঃ ০১৬৭৭৩২৩৫৭০, ০১৭৫২৪৫০৪১৭, ০১৭১২-৩২০৫৪৭।
এবিএ/২১ নভেম্বর