সিলেট৭১নিউজ ডেস্ক:: সিলেটের প্রয়াত গণসংগীতশিল্পী ভবতোষ চৌধুরীর দশম মৃত্যুদিবস উপলক্ষে ভবমেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ নভেম্বর) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে কমরেড ভবতোষ চৌধুরী স্মৃতি পরিষদে আয়োজনে এই ভবমেলা অনুষ্ঠিত হয়।
আলোচনাসভা, গণসংগীত, দলীয় সংগীত, আবৃত্তি, বাউলগান, পালাগান ও স্মৃতিচারণার মাধ্যমে এ দিন কমরেড ভবতোষ চৌধুরীকে স্মরণ করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তবারক হোসেইন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘ভবতোষ চৌধুরী আমৃত্যু প্রচার বিমুখ থেকে মানবতা আর সাম্যবাদের গান গেয়ে নিরলসভাবে গণজাগরণ আর সমাজ সংস্কারের কাজ করে গেছেন। আজীবন সংগ্রামী, দৃঢ় প্রত্যয়ী ও ত্যাগী এই গণমানুষের শিল্পী আমাদের নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত লোকসংগীত শিল্পী সুষমা দাস। এ সময় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামসুল আলম সেলিম, নিরঞ্জন দে যাদু, উদীচী সিলেট জেলা সংসদের সভাপতি এনায়েত হাসান মানিক, মনির হেলাল, শাহ নূর জালাল, তাপস দাস পুরকায়স্ত, সিপিবি সিলেট জেলার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমন। এ সময় অতিথিদের কমরেড ভবতোষ চৌধুরী স্মৃতি পরিষদের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করেন ভবতোষ চৌধুরীর স্ত্রী লাকি চৌধুরী।
অনুষ্ঠানে সঙ্গীত, আবৃত্ত, বাউল গান, গণসংগীত পরিবেশন করে সাংস্কৃতিক ইউনিয়ন সিলেট, উদীচী সিলেট, মৃতিকায় মহাকাল, ইকবাল সাই, সুপ্রিয় সেন, পঙ্কজ দেব, বাউল আব্দুর রহমান, বাউল সূর্যলাল ও গণসংগীত শিল্পী অংশুমান দত্ত অঞ্জন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন ধ্রব গৌতম ও চয়নিকা দাশ।
অনুষ্ঠান শেষে স্মৃতি পরিষদের পক্ষ থেকে বক্তব্য দেন, ভবতোষ চৌধুরীর স্ত্রী লাকি চৌধুরী ও মেয়ে বিপাশা চৌধুরী বৃষ্টি।
এবিএ/২০ নভেম্বের