সিলেট৭১নিউজ ডেস্ক:: কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেটেও পৃথক গণ অনশন কর্মসূচি পালন করেছে জেলা ও মহানগর বিএনপি।
শনিবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় সিলেট কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গণে মহানগর বিএনপি ও ১১টায় রেজিস্ট্রারি মাঠে জেলা বিএনপি এসব কর্মসূচি পালন করে। এতে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীরা অংশ নেয়।
এসময় নেতৃবৃন্দ বলেন, বিএনপি ও জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করতে সরকার খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত না করে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। তাকে সাধারণ নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।
বক্তারা খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য দ্রুত তাকে বিদেশ পাঠানো ও নিঃশর্ত মুক্তির দাবি জানান।
এবিএ/২০ নভেম্বের