এসবিএন: কবিতা : কান নিয়েছে চিলে
শহীদুল ইসলাম প্রামানিক
দুপুর বেলা খবর পেল
কান নিয়েছে চিলে
চিলের পিছে ছুটছে তারা
তিনটি বন্ধু মিলে।
কার কানটি চিলে নিয়েছে
কেউ জানেনা কিছু
কথা শুনেই দৌড়াদৌড়ি
চিলের পিছু পিছু।
চিল চলেছে আকাশ পথে
তারা দৌড়ায় নিচে
দৌড়াদৌড়ির চেষ্টা তাদের
হচ্ছে সবই মিছে।
আছাড় খেয়ে থামছে কেহ
কেউবা যাচ্ছে ঘেমে
কেউবা আবার খাচ্ছে খাবি
পুকুর জলে নেমে।
তারপরেতে থামছে না তো
ধরতেই হবে চিল
মাঝে মাঝে আকাশ পানে
মারছে জোরে ঢিল।
এমন সময় অলস দাদু
বলল চক্ষু বুজে
কার কানটি চিলে নিয়েছে
দেখনা আগে খুঁজে।
কথা শুনে থামল সবাই
আহাম্মকের দল
সারা গায়ে জিজ্ঞেস করেও
পায়না কোন ফল।
নিজের কানে হাত দিয়ে কয়
“সবই ঠিকঠাক আছে
এই খবরটি কে দিয়েছে
ধরবো তাকে পাছে”।
অলস দাদু ধমকে বলে
“চিলে নিয়েছে কান,
আহম্মকরা দৌড়ে বেড়ায়
না করেই প্রমাণ”।