সিলেট৭১নিউজ ডেস্ক;: ৫০তম সমবায় দিবস ২০২১ উপলক্ষে সিলেট সমবায় বিভাগ (৬ নভেম্বর) শনিবার সকাল ১০টায় সিলেট নগীরর জেলা পরিষদ মিলনায়তনে সমবায় পুরস্কার ২০২০ বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠ সমবায়দের সম্মাননা প্রদান ও সনদ বিতরণ করা হয়।
সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে যুব বিশেষ শ্রেণী তাঁতী সহ পেশাবৃত্তিক সমবায় শ্রেণীকে ২০২০ সালের সিলেট বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়। লাল বাজার মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এবারে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ সমবায় পুরস্কার লাভ করে। সমিতির সভাপতি শেখ মো: এনায়েত হোসেন সিলেট জেলা প্রশাসকের হাত থেকে সম্মাননা ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি নজরুল ইসলাম আফাজ, সাবেক সাধারণ সম্পাক শাহ আলম।
এবিএ/০৬ নভেম্বর