গোলাপগঞ্জ প্রতিনিধি :::গোলাপগঞ্জে কাশফুল বাগানে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। সদ্য গজিয়ে উঠা কাশফুল বাগান কে বা কারা আগুন দিলে বাগান পুড়ে চাই হয়ে গেছে। শুক্রবার (১অক্টোবর) সন্ধ্যার পর এই ঘটনা ঘটে। সিলেট জকিগঞ্জ সড়কে চৌঘরী এলাকার রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ সংলগ্ন রাস্তার পূর্ব পাশে কাশফুল বাগান দর্শনার্থীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠে। কাশফুল বাগানে আগুন দেখে স্থানীয় লোকজন জড়ো হয়ে তা নেভানর চেষ্টা করেন। রাতে এরিপোর্ট লিখা পর্যন্ত আগুন জ্বলছে বলে প্রত্যক্ষদর্শী লোকজন জানান। আগুনের সূত্রপাত বা কারা আগুন ধরিয়েছে তাৎক্ষণিক জানা না গেলেও একাধিক সূত্র জানিয়েছে ওইদিন সন্ধ্যায় তুচ্ছ একটি ঘটনা নিয়ে কাশফুল বাগানে দু’পক্ষের মারামারির ঘটনা ঘটে। এই ঘটনার কিছু সময় পর আগুনের ঘটনা ঘটে বলে জানা যায়।