এসবিএন ডেস্ক: বাংলাদেশ ব্যাংক ৫০০ ও ১০০০ টাকা মূল্যমানের নোটের প্যাকেট একটির বেশি স্ট্যাম্পলিং পিন ব্যবহার না করতে তফসিলী ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে।
রোববার বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ব্যবস্থাপনা বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়।
দেশের সব তফসিলী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচাল/প্রধান নির্বাহীদের উদ্দেশ্যে জারি করা পরিপত্রে বলা হয়, ‘সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, তফসিলী ব্যাংকসমূহ ৫০০ ও ১০০০ টাকা মূল্যমানের নোটের প্যাকেটে অনেক ক্ষেত্রে একাধিক স্ট্যাপলিং পিন ব্যবহার করছে এবং নোট প্যাকেটের বিভিন্ন স্থানে যথেচ্ছভাবে স্ট্যাপলিং করছে।
ফলে একদিকে গ্রাহকগণ যথাযথভাবে নোটসমূহ যাচাই করে নিতে পারছেনা অন্যদিকে নোটের গুণগত মানসহ স্থায়িত্ব দ্রুত হ্রাস পাচ্ছে।’
এই দু’টি নোটের প্যাকেটে ১টির বেশি পিন ব্যবহার না করার নির্দেশনা জারি করে পরিপত্রে বলা হয়, ‘নোটের স্থায়িত্ব ও স্বকীয়তা বজায় রাখতে এবং গ্রাহকদের সুবিধার্থে ৫০০ ও ১০০০ টাকা মূল্যমানের নোটের প্যাকেটের বাম দিকের মাঝখান হতে ১-১.৫ সেন্টিমিটারের মধ্যে ১টি মাত্র স্ট্যাপলিং পিন ব্যবহার করতে নির্দেশনা প্রদান করা হলো।’
এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে পরিপত্রে উল্লেখ করা হয়।