এসবিএন ডেস্ক: যাত্রাবাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. শফিউল্লাহ (৬৫)নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি শনির আখড়া এলাকায় বসবাস করতেন। তিনি বাসের ধাক্কায় গুরুতর আহত হন।পরে তাকে দিবাগত রাত একটার দিকে ঢাকা মৈডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা। নিহতের লাশ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।