এসবিএন ডেস্ক: কানাডার পশ্চিমাঞ্চলীয় সাসকাতচেবান প্রদেশের একটি স্কুলে শুক্রবার দুপুরে গুলিতে ৪ জন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।
পুলিশের বরাত দিয়ে শনিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ১ জন লোক এখন তাদের জিম্মায় রয়েছে এবং লা লোচে কমিউনিটি স্কুলে গুলির এ ঘটনার পর ছাত্রদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
এ ঘটনার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, স্কুলে যে ঘটনার অবতারণা হয়েছে তা ‘প্রত্যেক অভিভাবকের কাছেই সবচেয়ে বাজে দুঃস্বপ্ন’।
ঘটনাস্থল থেকে প্রত্যক্ষদর্শীরা জানান, তারা ৬টি’রও বেশি গুলির শব্দ শুনেছেন। গুলির পর লোকজন আর্থ চিৎকার করছিল।
রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের (আরসিএমপি) জ্যেষ্ঠ কর্মকর্তা মরিন লেভি এক সংবাদ সম্মেলনে জানান, সন্দেহভাজন ১ জনকে তারা নিজেদের হেফাজতে নিয়েছেন এবং তার বন্দুকটি বাজেয়াপ্ত করা হয়েছে।
তিনি বলেন, ‘এটা সত্যিই একটি ট্রাজেডি। তবে এ মুহূর্তে জননিরাপত্তার কোনও ঝুঁকি নেই।’ কিন্তু এ বিষয়ে বিস্তারিত আর কোনও তথ্য জানাননি তিনি।