এসবিএন ডেস্ক: চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নিজাম উদ্দিন আহমেদকে নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার এ বিষয়ে সরকারের পক্ষ থেকে পরিপত্র জারি করা হয়েছে বলে জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের সহকারী পরিচালক রেজাউল করিম।
তিনি জানান, আগামী ২৭ জানুয়ারি বিকেলে নৌবাহিনী প্রধান হিসেবে রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নিজাম উদ্দিন আহমেদের নিয়োগ কার্যকর হবে।
তিনি নৌবাহিনীর বর্তমান প্রধান এডমিরাল এম ফরিদ হাবীবের স্থলাভিষিক্ত হচ্ছেন।