এসবিএন তথ্য প্রযুক্তি ডেস্ক: ডোমেইন ব্যবহারের নীতিমালা করতে যাচ্ছে বাংলাদেশ সরকার। সাইবার নিরাপত্তা জোরদার করতে ও ইন্টারনেট ব্যবহারে শৃঙ্খলা আনতে এ পদক্ষেপ নেয়া হয়েছে।
ইতোমধ্যে ভারতের ডোমেইন নীতিমালা অনুসরণ করে ১২ পৃষ্ঠার একটি খসড়া নীতিমালা তৈরি করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে পাঠিয়েছে ডোমেইন পরিচালনার দায়িত্বে থাকা বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। খসড়ায় ডোমেইন নিবন্ধন পদ্ধতি, ডোমেইনের বিক্রয় মূল্য, ব্যবহারের শর্তাবলীসহ বিভিন্ন দিক উঠে এসেছে।
এ ব্যাপারে সংশ্লিষ্টদের বক্তব্য, দেশীয় ডোমেইন ব্যবহারের নীতিমালা হলে এক্ষেত্রে শৃঙ্খলা আসবে। সাইবার সন্ত্রাস ও হয়রানি বন্ধে এটি কার্যকর ভূমিকা রাখবে। বিশেষ করে পর্নোগ্রাফি সমৃদ্ধ সাইটগুলো নিয়ন্ত্রণ করা সহজ হবে। ডোমেইন নিবন্ধন পদ্ধতিও সহজ হবে।
এই খসড়ার ওপর খাত সংশ্লিষ্টদের মতামত নেয়া হবে। এজন্য সব স্টোক হোল্ডারদের সঙ্গে বসবে টেলিযোগাযোগ বিভাগ। সর্বসাধারণের মতামত নিতে এটি ওয়েব সাইটে দেয়া হবে। সবার পরামর্শ অনুসারে খসড়া চূড়ান্ত করে প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়ে মন্ত্রিসভায় পাঠানো হবে।