এসবিএন ডেস্ক: নিরাপত্তাকর্মীকে হত্যা করে আশুলিয়ায় একটি বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতরা ৩টি মোটরসাইকেল লুট করে নিয়ে গেছে।
মঙ্গলবার গভীর রাতে আশুলিয়ার জামগড়া চিত্রশাইল এলাকার আইয়ূব আলী মোল্লার বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহত নিরাপত্তাকর্মী হলেন আব্দুল গফুর (৫৫)।
পুলিশ জানায়, ৮-১০ জনের এক দল ডাকাত ৫ তলা বিশিষ্ট আইয়ূব আলী মোল্লার বাড়িতে কৌশলে প্রবেশ করে। এ সময় ডাকাতরা ওই বাড়ির নিরাপত্তা কর্মীকে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যার পর নিচ তলায় থাকা ৩টি মোটরসাইকেল লুট করে নিয়ে যায়।
ভোরে বাড়ির লোকজন মূল ফটক খোলা ও নিরাপত্তাকর্মীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ওই নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সুত্রে জানা যায়, আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) একরামুল হক ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ছাড়া ডাকাত সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।