এসবিএন ডেস্ক: অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল (এআইজি) প্রিজন কর্নেল ফজলুল হককে চাঁদা চেয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টা ৫৬ মিনিটে তাকে মোবাইল ফোনে হুমকি দেওয়া হয়। মহিউদ্দিন নামের এক ব্যক্তি ০১৬২৫৫১৪২৮২ নম্বর থেকে তাকে হত্যার হুমকি দেন।
ফজলুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রতি মাসে তার কাছ থেকে ১০ লাখ টাকা করে চাঁদা দাবি করা হয়, তা-না হলে তাকে হত্যা করা হবে।