এসবিএন ডেস্ক: জাতীয় অষ্টম বেতন কাঠামোর ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ সোমবার বিকেলে আলোচনা করতে গণভবনে গেলেও চলমান আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আন্দোলনরত সরকারী বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতারা।
সোমবার সকালে সংবাদমাধ্যমকে এ কথা জানান সরকারী বিশ্ববিদ্যালয় ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এরআগে রবিবার শিক্ষকদের চায়ের আমন্ত্রণ জানান শেখ হাসিনা।
অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, কর্মসূচি থেকে সরে আসার কোনো কারণ নেই। আমাদের কর্মসূচি চলবে। ফেডারেশনের নেতারা ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী সদস্যরাও প্রধানমন্ত্রীর চায়ের আমন্ত্রণে যাবেন।