এসবিএন ডেস্ক: সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন রয়েছে।
জানা গেছে,রবিবার বিকাল সাড়ে তিনটায় মৌলভীবাজারের কামালগঞ্জ উপজেলার পাহাড়ি এলাকার মাটি ১৫৭ নং ব্রিজে ধসে পড়ে। এতে ব্রিজটি ক্ষতিগ্রস্ত হয়ে রেল চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এরপর থেকে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বিচ্ছিন্ন হয়ে যায়।
শমশেরনগর স্টেশন মাস্টার আব্দুল আজিজ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান,ব্রিজের সংস্কার কাজ চলছে।শ্রীঘ্রই রেল চলাচল স্বাভাবিক হবে।