এসবিএন ডেস্ক: উদীয়মান তৈরি পোশাক খাতের ক্ষতির জন্য ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) অসত্য ও ভিত্তিহীন প্রতিবেদন প্রকাশ করেছে। বাস্তবতা ও তাদের প্রকাশিত তথ্যের কোনো মিল নেই।
তাই অসত্য তথ্য দেওয়ার অভিযোগে টিআইবি’র বিরুদ্ধে মামলা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেশন সিটিতে শনিবার বিকেলে গার্মেন্টেক বাংলাদেশ ২০১৬, ইয়ার্ন এ্যান্ড ফেব্রিক্স সোর্সিং ফেয়ার ও গ্যাপেক্সপো ২০১৬ শীর্ষক প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী এ মন্তব্য করেন।