এসবিএন ডেস্ক: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট এবং অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার হাজিরা দিতে আজ বৃহস্পতিবার আদালতে যাবেন না।
আইনজীবী মো. সানাউল্লাহ মিয়া জানান, ‘ম্যাডাম অসুস্থ। তার পক্ষে সময় চেয়ে আবেদন করা হবে।’
উল্লেখ্য, এই মামলা দুটিতে ২০১৪ সালের ১৯ মার্চ ওই আদালতের তৎকালীন বিচারক বাসুদেব রায় খালেদা ও তারেক রহমানসহ নয় জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
এর আগে ২০১১ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি করে দুদক। আর ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে চার্জশিট দেয়া হয়। এ মামলায় ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগ করা হয়।