এসবিএন ডেস্ক: ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদের সাবেক ব্যাংক কর্মকর্তা চাকরিতে অবসরের ২৫ বছর পর হারিয়েছেন স্ত্রীকে।
তিনি জীবনের শেষ দিনগুলো নির্বিঘ্নে কাটাতে পাত্রী খুঁজছেন সাবেক ব্যাংক কর্মকর্তা মানসুখলাল (ছদ্মনাম) (৯০)।
টাইমস অব ইন্ডিয়ার (টিওআই) খবরে বলা হয়, মানসুখলালের দুই ছেলে ও দুই মেয়ে আছে। তাঁদের মধ্যে এক মেয়ের সঙ্গে থাকেন তিনি।
ভাড়া বাবদ মাসে মেয়েকে ১৭ হাজার রুপি দেন তিনি। আর নাতির পড়াশোনার জন্য মেয়েকে আরো দেন ছয় হাজার রুপি। এমন পরিস্থিতিতে তিনি মনে করছেন, মেয়ে শুধু তাঁর কাছে অর্থই চায়। বিনিময়ে ভালোবাসাটাও তিনি পাচ্ছেন না। তাই বিয়ে করে স্ত্রীকে নিয়েই সুখী হতে চান।
পাত্রী খোঁজার কারণ সম্বন্ধে জানতে চাইলে মানসুখলাল টিওআইকে বলেন, ‘যেহেতু আমার সন্তানরা শুধু অর্থ পেতেই আগ্রহী, সেহেতু আমি স্ত্রী খুঁজছি, যাকে নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারব।’
পাত্রী পেতে ‘বিনামূল্যে অমূল্য সেবা’ নামের একটি দাতব্য সংগঠনের সঙ্গে যোগাযোগ করেছেন মানসুখলাল।
যোগাযোগ করা হলে টিওআইকে দাতব্য সংস্থাটি জানায়, ‘মানসুখলালের সন্তানরা ঠিকমতো সেবা-শুশ্রুষা করছে না। এ জন্যই তিনি আমাদের পাত্রী খুঁজতে বলেছেন।’