এসবিএন ডেস্ক: রাজধানীতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় গাড়ি চাপায় অজ্ঞাত (৩৪) এক মহিলার মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে শনিবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। বিমানবন্দর থানার উপ-পরিদর্শক নুর আলম জানান, শনিবার ভোর ৪টার দিকে গাড়ি অথবা ট্রাকের চাপায় ওই নারীর মৃত্যু হয়। তার পরিচয় এখনও জানা যায়নি। নিহতের পরনে লাল-হলুদ রঙের শাড়ি ছিল।