এসবিএন ডেস্ক: মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাসদের কেন্দ্রীয় নেতা কাজী আরেফ আহমেদের ৩ জন খুনির মধ্যে আজ রাত ১১টার দিকে ২ জনের ফাঁসি এবং ৪৩ মিনিট পরে বাকী ১ জনের ফাঁসি কার্যকর করা হয়। যশোর কেন্দ্রীয় কারাগারে এদের ফাঁসি কার্যকর করা হয়।
এরা হলেন- কুষ্টিয়ার মীরপুর উপজেলার রাজনগর গ্রামের সাফায়েত হোসেন হাবিব (কয়েদি নম্বর ৭১৩৩/এ), একই উপজেলার কুর্শা গ্রামের আনোয়ার হোসেন (কয়েদি নম্বর ৭৫৮৯/এ) ও রাশেদুল ইসলাম ঝন্টু (কয়েদি নম্বর ৭৫৯০/এ)।
সুত্রে জানা গেছে, সন্ধ্যার মধ্যে কারা কর্তৃপক্ষ ফাঁসির রায় কার্যকরের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়। প্রস্তুত রাখা হয়েছে জল্লাদও। ফাঁসি কার্যকরকে কেন্দ্র করে যাতে কোনো সমস্যা না হয়, সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।