এসবিএন ডেস্ক:
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার ভোর রাতে উপজেলার কামাক্ষা একলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই নারীর বয়স আনুমানিক ৩০ বছর।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ আখেরুজ্জামান জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ভোর সাড়ে ৪টার দিকে কালিহাতী উপজেলার কামাক্ষা নামক স্থানে পৌঁছালে ওই নারী ট্রেনে কাটা পড়ে।
স্থানীয়রা লাশটি সকালে রেল লাইনের পাশে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে বাংলাদেশ রেলওয়ে পুলিশের (জিআরপি) টঙ্গী ফাঁড়িতে জানানো হয়েছে।