এসবিএন ডেস্ক:
৬ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত এই বাস সেবা চালু থাকবে। বিশ্ব ইজতেমা উপলক্ষে ঢাকা ও ঢাকার বাইরের মুসল্লিদের যাতায়াত করার জন্য বাস সেবা শুরু করবে বিআরটিসি।
সোমবার সড়ক বিভাগের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানিয়েছেন, ৬ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত ইজতেমা সার্ভিসে বিআরটিসি’র বিভিন্ন ডিপোর ২২৮টি বাস নিয়োজিত থাকবে। সুষ্ঠুভাবে বাস সার্ভিস চলাচল নিশ্চিত করার জন্য করপোরেশনের প্রধান কার্যালয়ের নিরাপত্তা অফিসে একটি নিয়ন্ত্রণ কক্ষ চালু থাকবে।
টঙ্গীতে আগামী প্রথম দফায় ৮-১০ জানুয়ারি এবং দ্বিতীয় দফায় ১৫-১৭ জানুয়ারি বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।