এসবিএন ডেস্ক:
বুধবার ভোর ৪ টার সময় ব্রাহ্মণবাড়য়িা জলোর বিরাসার নামক এলাকায় একটি ডাকাতির ঘটনা ঘটে। সুত্রে জানা যায় ব্রাহ্মণবাড়িয়ার জলোর বিরাসার গ্রামের পাশে কুমিল্লা-সিলেট মহা সড়ক অবরোধ করে ডাকাতি করার চেষ্টার সময় পুলিশ এসে সামনে পড়ে যায়। তাৎক্ষণিক ডাকাত দল পুলিশকে লক্ষ করে কয়েক রাউন্ড গুলি ছুঁরে। পুলিশও তাদের উপর গুলি ছুঁরে। এই সময় ৩ জন পুলিশ সদস্য ও ১ জন ডাকাত সদস্য সহ ৪ জন আহত হয়। আহত পুলিশ সদস্য হচ্ছেন ব্রাহ্মণ বাড়য়িা মডেল থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস, এস আই প্রমেধন মজুমদার ও কনস্টবেল কালাম। আর ডাকাত সদস্য হল খুরশেদ আলম। এ ছাড়া আরো ৪ জন ডাকাত সহ মোট ৫ জন ডাকাতকে আটক করছেে পুলিশ।