June 17, 2024, 1:04 am

সংবাদ শিরোনাম :
বড়লেখাবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সমাজসেবক সাইদুল ইসলাম নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রবাস খাঁদে”পুলিশেরে সাহসী ভূমিকায় বেঁচে গেল ১১ টি প্রান” সিলেটে কমছে বন্যার পানি, বর্ষায় বাড়ছে রোগবালাই আগামীকাল সিলেট ফিরছেন মেয়র আনোয়ারুজ্জামান বাজেটে বাড়ছে বিড়ি-সিগারেটের দাম প্রধানমন্ত্রী পদে মোদীকে সমর্থন নাইডু ও নীতিশের হুয়াওয়ের ‘উইমেন ইন টেক’ প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা সিলেটে অবৈধভাবে আসা ২ কোটি টাকার ভারতীয় চিনি জব্দ সিলেট মহানগর যুবলীগের ৪ নং ওয়ার্ড কমিটি গঠন”সভাপতি পদে শাকিল নির্বাচিত চোরাচালান লাইনম্যান রুবেল আহমদ বেপরোয়া জমির ধান নষ্ট করে দিলো প্রতিপক্ষ: দিশেহারা কৃষক সিলেটে ইট ভাটা নিয়ে নজিরবিহীন কেঙ্ককারী বিশ্ব গাজায় হত্যাকাণ্ড প্রত্যক্ষ করছে, বন্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না : প্রধানমন্ত্রী সুজানগর ইসলামী সমাজকল্যাণ পরিষদের কমিটি গঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে উন্মুক্ত সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাওলানা লুৎফুর রহমানের মৃত্যু ”গুজব সংবাদ ফেসবুকে” বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত বিজিবির নিয়ন্ত্রণে পুলিশের সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জোরালো ভূমিকা নিতে হবে সচিবদের :প্রধানমন্ত্রীর বইমেলা বাঙালি জাতিসত্তা দাঁড় করাতে সহায়ক : কবি নুরুল হুদা বন্ধুকে বিদেশ পাঠানোর সহযোগীতায় বন্ধু খুন দুর্নীতি-অনিয়ম র অভিযোগে ডৌবাড়ী প্রবাসী কল্যাণ ট্রাস্টের ৪ সদস্য বহিষ্কারের অভিযোগ ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোয়াইনঘাটের শীর্ষ কুখ্যাত চোরাকারবারী কালা মিয়া বিছানাকান্দি সীমান্তে অবৈধ পথে ঢুকছে ভারতীয় গরু :নেপথ্যে গোলাম হোসেন! বাদাঘাট মসজিদে ৫ লাখ টাকার অনুদান দিলেন সেলিম আহমদ এমপি রতনের আশীর্বাদ : যাদুকাটা গিলে খাচ্ছে রতন-মঞ্জু গোয়াইনঘাটে স্কুলের নামে প্রবাসীর জমি দখল গোয়াইনঘাটে এক শিবির নেতার বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ  সিলেটে শেখ হাসিনার প্রথম সফর স্মরণ করে আবহবিচ’র দু’আ মাহফিল
প্রথম ধাপে রাজাকারের তালিকায় সিলেটের ৯৩জন, অভিযুক্ত আরো ১১ জন

প্রথম ধাপে রাজাকারের তালিকায় সিলেটের ৯৩জন, অভিযুক্ত আরো ১১ জন

Please Share This Post in Your Social Media

নিজস্ব প্রতিবেদকঃ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নথি পর্যালোচনা করে প্রথম ধাপে ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের তালিকা প্রকাশ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। এই তালিকা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। যাচাই-বাছাই করে ধাপে ধাপে আরও তালিকা প্রকাশ করা হবে। আজ রোববার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এসব কথা বলেন।
আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘যাঁরা ৭১ সালে রাজাকার, আলবদর, আলশামস বা স্বাধীনতাবিরোধী হিসেবে পাকিস্তান সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন এবং যেসব পুরোনো নথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংরক্ষিত ছিল, সেটুকু প্রকাশ করা হয়েছে। এ ছাড়া যেসব দালিলিক প্রমাণ পাওয়া যাবে, শুধু সেটুকু প্রকাশ করা হবে। কোনো তালিকা শতভাগ নিশ্চিত না হয়ে প্রকাশ করা হবে না। অন্যায়ভাবে কেউ তালিকাভুক্ত হবে না।’
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘জেলা প্রশাসকদের কাছ থেকে রেকর্ডরুমের পুরোনো নথি চাওয়া হয়েছে। তাঁদের কোনো তালিকা প্রস্তুত করতে বলা হয়নি। শুধু রেকর্ডরুমে থাকা নথি পাঠাতে বলা হয়েছে। তবে, এ ক্ষেত্রে আশানুরূপ সাড়া পাওয়া যায়নি।’ আগামী জানুয়ারি মাসের মধ্যে যেসব রেকর্ড পাওয়া যাবে, সেগুলো মন্ত্রণালয়ে পাঠানোর আহ্বান জানান মন্ত্রী।
আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘৭১ সালে যত গেজেট হয়েছিল, সেগুলো উদ্ধারের চেষ্টা চলছে। ১৯৭১ সালে একটি তথাকথিত উপনির্বাচন হয়েছিল। সে নির্বাচনে কারা বিজয়ী হয়েছেন, নির্বাচন কমিশনের কাছে সে তালিকা চাওয়া হয়েছে। কমিশন এখনো সেটি সরবরাহ করতে পারেনি।’
এক প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, জাতি যদি প্রত্যাশা করে এবং সরকার যদি মনে করে, তবে এ তালিকা গেজেট করা হবে।
আরেক প্রশ্নের জবাবে আ ক ম মোজাম্মেল হক বলেন, আইনগত ব্যবস্থা নেওয়ার সঙ্গে এই তালিকার সম্পর্ক নেই। ট্রাইব্যুনাল আছেন। যদি কেউ বাদী হয়ে সুনির্দিষ্ট অভিযোগ আনেন, তবে মামলা হবে। এ তালিকা করা হয়েছে, কারণ ৭১ সালে কার কী ভূমিকা ছিল, জাতির তা জানা প্রয়োজন।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের তালিকা এখনো চূড়ান্ত হয়নি। তবে মুক্তিযোদ্ধার সংখ্যা ২ লাখ ১০-১২ হাজারের বেশি হবে না। আগামী ২৬ মার্চ মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী।
প্রকাশিত তালিকায় সিলেটের ৩৪ জন, মৌলভীবাজারের ২৮ জন, সুনামগঞ্জের ১৩ জন আর হবিগঞ্জের ১৪ জনের নাম রয়েছে।
সিলেটের যারা তারা হলেন:;
১. মো. সহিদ আলী (পিএমল কনভেনশন), কুয়ারপাড়, সিলেট, ২. ডা. আব্দুল মজিদ, হাজরাই, থানা-কোতয়ালী, সিলেট, ৩. শফিকুল হক (জামায়াতে ইসলাম), গ্রাম- নিজ দলইকান্দি, ডাক-গাছবাড়ি, থানা-কানাইঘাট, সিলেট, ৪. গোলাম জিলানী চৌধুরী, পিতা- মৃত তাহফিজ চৌধুরী, কাষ্টঘর, সিলেট পৌরসভা, সিলেট, ৫. মুতাছির আলী, পিতা-মৃত হাবিব উল্লাহ, গোটাটিকর, সিলেট, ৬. রফিক উদ্দিন আহমদ, সাবেক ডাক পিয়ন, সিলেট, ৭. মুহিবুর রহমান, স্যানিটারি ইন্সপেক্টর, সিলেট, ৮. মাসুক উদ্দিন, পিতা- আফতাব উদ্দিন, গ্রাম-হাজীপুর, থানা- গোলাপগঞ্জ, জেলা-সিলেট, ৯. মাজু মিয়া, পিতা- আব্দুল সারেং, গ্রাম-হাজীপুর, থানা- গোলাপগঞ্জ, জেলা-সিলেট, ১০. পাখি মিয়া, গ্রাম-হাজীপুর, থানা- গোলাপগঞ্জ, জেলা-সিলেট, ১১. আব্দুন নুর, পিতা- আরজুমান্দ আলী, গ্রাম-বাণীগ্রাম, থানা- গোলাপগঞ্জ, জেলা-সিলেট, ১২. বশির আলী, পিতা- ইয়াকুব আলী, গ্রাম-নালিউরি, থানা- গোলাপগঞ্জ, জেলা-সিলেট, ১৩. শেখ আশিক, পিতা- আব্দুর রহিম, গ্রাম-শাল্লারপাড়া, থানা- গোলাপগঞ্জ, জেলা-সিলেট, ১৪. ফজলু, পিতা-রইছ আলী, গ্রাম-পূর্ব ভাদেশ্বর, থানা- গোলাপগঞ্জ, জেলা-সিলেট, ১৫. হাবিব উদ্দিন, পিতা- হাবিবুর রহমান, গ্রাম- পশ্চিমভাগ, থানা- গোলাপগঞ্জ, জেলা-সিলেট, ১৬. বাবুল আলী, পিতা- আব্দুল, গ্রাম- পশ্চিমভাগ, থানা- গোলাপগঞ্জ, জেলা-সিলেট, ১৭. বছন, পিতা- সুমেদ আলী, গ্রাম- মাইজগ্রাম, থানা- গোলাপগঞ্জ, জেলা-সিলেট, ১৮. ফজলুর রহমান, গ্রাম-ইছামতি, ডাক-দয়ামীর, থানা-বালাগঞ্জ, সিলেট, ১৯. হাফিজ মাওলানা নুরুদ্দিন, গ্রাম-সরুখেল, ডাক- গহরপুর, থানা-বালাগঞ্জ, সিলেট, ২০. নাজমুল হুসেন খান, পিতা- গৌছুল হুসেন খান, সিলেট পৌরসভা, ওয়ার্ড নং-২, যতরপুর, কোতোয়ালি, সিলেট, ২১. মাওলানা হাবিবুর রহমান, পিতা- মৃত মমতাজ উদ্দিন, গ্রাম-রাড়াই, থানা-জকিগঞ্জ, সিলেট। ২২. মাওলানা হাবিবুর রহমান, পোস্ট-জকিগঞ্জ, থানা-জকিগঞ্জ, জেলা-সিলেট।
২৩. হাজী আসাদ্দার আলী, গ্রাম-দেউলগ্রাম, ডাক: চারখাই, থানা-বিয়ানীবাজার, জেলা-সিলেট। ২৪. মোঃ শামসুল ইসলাম চৌধুরী, (পিএমএল কাউন্সিল), মিরবক্সটুলা, জেলা-সিলেট। ২৫. মোহাম্মদ আবদুর রহমান, গ্রাম-মহিদপুর, পোস্ট-শাহবাগ, থানা-জকিগঞ্জ, জেলা-সিলেট। ২৬. মাহমুদুর রহমান চৌধুরী, থানা-জকিগঞ্জ, জেলা-সিলেট। ২৭. আবদুল কাদির চৌধুরী, গ্রাম ও পোঃ আলিনগর, থানা-জকিগঞ্জ, জেলা-সিলেট। ২৮. আবদুর রকিব (এনআই), গ্রাম: ঘনশ্যাম, থানা- গোলাপগঞ্জ, জেলা-সিলেট। ২৯. মাওলানা মুফাজ্জিল আলী (জুঁই), রাখালগনজবাজার, দাউদকান্দি, থানা: কোতোয়ালি, জেলা: সিলেট।
৩০. হাজী আবদুর রহমান (পিএমএলসিভ) গ্রাম: শ্রীধরা (নবাং), পোস্ট: শ্রীধরা, থানা: বিয়ানীবাজার, সিলেট। ৩১. সৈয়দ মোতাহির আলী (ভারত), মিরবক্সটুলা, সিলেট পৌরসভা, সিলেট ৩২. রাফাউল্লাহ, পিতা: মৃত ওহিদুল্লাহ, যতরপুর, থানা- কোতয়ালী, জেলা-সিলেট। ৩৩. মজিবর রহমান ওরফে আতাই, পিতা- সেকান্দার আলী ওরফে ফজলুর রহমান, গ্রাম- গোয়ালগাও, থানা- কোতয়ালী, জেলা-সিলেট। ৩৪. আতিকুর রহমান ওরফে দেলুয়ার আলী, পিতা- সেকান্দার আলী ওরফে ফজলুর রহমান, গ্রাম- গোয়ালগাও, থানা- কোতয়ালী, জেলা-সিলেট।
মৌলভীবাজারের যারা:
৩৫. এমদাদউদ্দিন চৌধুরী (ভারত), গ্রাম: কাঠালতলি, পোস্ট. দক্ষিণভাগ, থানা: বড়লেখা, মৌলভীবাজার, ৩৬. রাজন আলী, গ্রাম: পাখিয়ালা, থানা: বড়লেখা, মৌলভীবাজার, ৩৭. গউস উদ্দিন (রব), গ্রাম: পাকশাইল, ডাক: ফকিরেরবাজার, থানা: বড়লেখা, মৌলভীবাজার, ৩৮. মাহতাব উদ্দিন চৌধুরী (ভারত), গ্রাম। উত্তর কুলাউড়া, থানা: কুলাউড়া, মৌলভীবাজার
৩৯. আলহাজ্ব মাহমুদুর রহমান চৌধুরী, (ভারত।) গ্রাম ও পোস্ট: পৃথিমপাশা, থানা: কুলাউড়া, মৌলভীবাজার, ৪০. নবাবজদা আলী ইয়াওর খান (ভারত) গ্রাম: রাউতগাঁও, থানা: কুলাউড়া, মৌলভীবাজার, ৪১. বাতির মিয়া (ভারত), গ্রাম: রামপাশা, থানা: কুলাউড়া, মৌলভীবাজার, ৪২. মোঃ মিসিরুল্লাহ, মৌলভীবাজার টাউন, মৌলভীবাজার, ৪৩. জসিমউদ্দিন আহমেদ, পিডিপি, গ্রাম: বাদে কুবেরাই, থানা: রাজনগর, মৌলভীবাজার।, ৪৪. সিএনএ জামান চৌধুরী পিএনএল, গ্রাম: বেকামুরা, মৌলভীবাজার, ৪৫. আবদুল বারী চৌধুরী (ভারত), গ্রাম: শ্রীসুর্জা, থানা: কমলগঞ্জ, মৌলভীবাজার, ৪৬. আতাউর রহমান, গ্রাম: আসরাকাপন, থানা: রাজনগর, মৌলভীবাজার, ৪৭. হাজী হাবিবুর রহমান চৌধুরী (সিএমএল), মৌলভীবাজার।, ৪৮. এ এইচ এম আসাদ গাজী, পিতা- ইসরাইল গাজী, গ্রাম: বাউলাছির, পোস্ট: শমসেরগঞ্জ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ৪৯. দেওয়ান এ রশিদ, পিতা- এল দেওয়ান, উসমানউদ্দিন, গ্রাম: শ্রীমঙ্গল টাউন, পোস্ট ও থানা: শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ৫০. মুহিবুর রহমান, পিতা- আলহাজ্ব কেরমত আলী, গ্রাম: কুমারকাপন, পোস্ট: করমতনগর, থানা: কমলগঞ্জ, মৌলভীবাজার, ৫১. সাজিদুর রহমান চৌধুরী, পিতা- মো. আরজাদ চৌধুরী, গ্রাম: সিরাজ নগর, পোস্ট- নারায়নচেরা, থানা- শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ৫২. জরিফ আহমেদ হুসেন পিডিপি, গ্রাম- ইসলামপুর, মৌলভীবাজার
৫৩. আবু সুফিয়ান, পিতা- মো. খালিক, থানা- মৌলভীবাজার, মৌলভীবাজার, ৫৪. সৈয়দ আবদুল কাহের, গ্রাম-রামপাশী, থানা- কমলগঞ্জ, মৌলভীবাজার, ৫৫. মো. আব্দুল সাত্তার, মৌলভীবাজার টাউন, মৌলভীবাজার, ৫৬. মোহাম্মদ মুছেফর ইসলাম (জামায়াতে ইসলাম), ৫৭. এনামুল হক, সিও ডিভিশন, বড়লেখা, মৌলভীবাজার, ৫৮. মাহতাবুর রহমান চৌধুরী, সহকারী, বড়লেখা থানা ম্যাজিস্ট্রেট অফিস, মৌলভীবাজার, ৫৯. ফকলিশ উদ্দিন, সহকারী এসডি, মৌলভীবাজার, সিলেট।
৬০. আব্দুল মান্নান, সহকারী, সিও ডিভিশন, কমলগঞ্জ, মৌলভীবাজার, ৬১. আমিন আলী, সিও রেভিনিউ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ৬২. আ ন ম ইউসুফ, পিতা- আব্দুল গণি, গ্রাম-দাউদপাড়া, থানা-কুলাউড়া, মৌলভীবাজার।
সুনামগঞ্জের যারা:
৬৩. মিসবাহ উদ্দিন আহমেদ, পিতা- আবদুল খালেক আহমেদ, পাকিস্তান মুসলিম লীগ পরে স্বতন্ত্র, গ্রাম-মাইজবাড়ি, পোস্ট-বাদশাগঞ্জ, ধর্মপাশা, সুনামগঞ্জ। ৬৪. মৌলভি সিরাজুল ইসলাম, পিতা- আবদুল মানান, জামায়াতে ইসলাম, গ্রাম-শুকদেবপুর, পোস্ট-জয়নগর বাজার, সুনামগঞ্জ। ৬৫. সিদ্দিক আলী আফিন্দি, পিতা- আবদুল জাবর আফিন্দি, গ্রাম-বিসনা, পোস্ট -ভীমখালী, জামালগঞ্জ, সুনামগঞ্জ। ৬৬. ফয়েজ নুর চৌধুরী, পিতা- সদরুন নুর চৌধুরী, গ্রাম ও পোস্ট -ভাটিপাড়া, থানা-দিরাই, সুনামগঞ্জ। ৬৭. মুহাম্মদ আবদুল খালেক, পিতা-মো. আরজু মিয়া, গ্রাম-দৌলতপুর, পোস্ট-ব্রজেন্দ্রগঞ্জ, থানা-শাল্লা, সুনামগঞ্জ। ৬৮. ফারুক চৌধুরী, পিতা- এল মকবুল হুসেন চৌধুরী, গ্রাম-হাসননগর, থানা-সুনামগঞ্জ সদর, সুনামগঞ্জ, ৬৯. আজিজুর রহমান চৌধুরী, পিতা আবদুল গফুর চৌধুরী, গ্রাম-তাজপুর, থানা: জগন্নাথপুর, সুনামগঞ্জ ৭০. এম মনসুর আলী, পিতা মুনওয়ার আলী, মহল্লা- মধ্যশহর, থানা-সুনামগঞ্জ, সুনামগঞ্জ, ৭১. তাজাম্মুল হুসেন চৌধুরী, পিতা-তাউর উদ্দিন চৌহুরী, পশ্চিমীবাজার ও উত্তর অর্পিনগর মহল্লা, থানা-সুনামগঞ্জ, সুনামগঞ্জ, ৭২. কামরুল ইসলাম, পিতা-মরহুম ইব্রাহিম উল্লাহ তালুকদার, গ্রাম ও থানা-জয়নগর, সুনামগঞ্জ।, ৭৩. এ.বি.এম. মনিরুদ্দিন চৌধুরী, পিতা-বারী চৌধুরী, গ্রাম ও পোস্ট-জহিরপুর, থানা-জগন্নাথপুর, সুনামগঞ্জ, ৭৪. আব্দুল মতিন, পিতা- বশির উল্লাহ, গ্রাম- খরিদবহর (ফরিদের চর), থানা- ছাতক ও সুনামগঞ্জ স্টেশন রোড, সুনামগঞ্জ, ৭৫. আবদুল হাই, পিতা-মজেফুর আলী, গ্রাম-মাধবপুর, পোস্ট -ছাতক, থানা-ছাতক, সুনামগঞ্জ, ৭৬. আবু হানিফা আহমেদ, পিতা- ফয়েজ আলী, গ্রাম-ষোলঘর, পোস্ট ও থানা- সুনামগঞ্জ, সুনামগঞ্জ, ৭৭. ডা. আব্দুল সাত্তার পীর, পিতা-গুল আহমদ পীর (জামায়াতে ইসলাম), গ্রাম-রামপুর, থানা-জামালগঞ্জ, সুনামগঞ্জ, ৭৮. মাহমুদ আলী, পিতা-মৃত মুজাহিদ আলী, সুনামগঞ্জ, ৭৯. আবদুস সামাদ, পিতা- আলীর পরে, গ্রাম: মধ্যশহর, মহল্লা ও থানা-সুনামগঞ্জ, সুনামগঞ্জ।
হবিগগঞ্জের যারা:
৮০. মোঃ আব্দুল্লাহ, পিতা- আবাস উল্লাহ, ওয়াডর্ নং ৫, হবিগঞ্জ টাউন, হবিগঞ্জ। ৮১. মুসলিম উদ্দিন, পিতা- ইয়াছিন মিয়া, গ্রাম- বেড়াইল, পোস্ট ও থানা: চুনারুঘাট, হবিগঞ্জ। ৮২. কাজী এ গফুর, পিতা- কাজী এ সামাদ, গ্রাম: ময়নাবাক, পোস্ট: মুছিকান্দি, থানা: চুনারুঘাট, হবিগঞ্জ। ৮৩. ফয়জুল হক, গ্রাম: কাজিমহল্লা ইউসি, বানিয়াচং, হবিগঞ্জ। ৮৪. মোঃ রফিক আহমেদ, গ্রাম: শরিফনাগর, পোস্ট: আজমিরীগঞ্জ, থানা: আজমিরীগঞ্জ, হবিগঞ্জ। ৮৫. আব্দুল খালেক, পিতা- আব্দুল মজিদ, চুনারুঘাট, হবিগঞ্জ, ৮৬. রজব আলী, পিতা-হাবিবুল্লাহ, গ্রাম-সুলতানশী, হবিগঞ্জ, ৮৭. হিরা মিয়া, পিতা- মস্তু মিয়া, গ্রাম-দেবনগর, থানা-মাধবপুর, হবিগঞ্জ, ৮৮. ইউনুছ মিয়া, পিতা- আব্দুল হাফিজ, গ্রাম-আরেক আনন্দপুর, থানা-মাধবপুর, হবিগঞ্জ, ৮৯. আব্দুল বারী, কোর্ট স্টেশন রোড, হবিগঞ্জ টাউন, হবিগঞ্জ, ৯০. সৈয়দ কামরুল আহসান, মনোহরগঞ্জবাজার, হবিগঞ্জ টাউন, হবিগঞ্জ, ৯১. মৌলভী আব্দুর রহমান, গ্রাম-দুলিয়া, ডাক-খাগাউড়া, বানিয়াচং, হবিগঞ্জ, ৯২. ফজলুল হক অ্যাডভোকেট, পিতা- মো. চেরাগ আলী তালুকদার, গ্রাম-বটেশ্বর, থানা- হবিগঞ্জ, হবিগঞ্জ, ৯৩. এ টি এম আবেদ, ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট, হবিগঞ্জ।
এছাড়াও হবিগঞ্জের আজমিরীগঞ্জের মিরাশ আলী, মস্তফা, আবু জহর, মহরম আলী, রসরঞ্জন রায়, সামছু, কটু উল্যা, বাদশা, জহুর আলী, মুন্সী ও কাজল-এর বিরুদ্ধে মুক্তিযুদ্ধে বিতর্কিত ভূমিকার অভিযোগ রয়েছে।





Calendar

June 2024
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  



  1. © সর্বস্বত্ব সংরক্ষিত © 2017 sylhet71news.com
Design BY Sylhet Hosting
sylhet71newsbd